বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কেউ মাইনোরিটি নয়, মাথা উঁচু করে চলবেন’

বাংলাদেশে কোনো সম্প্রদায়ের মানুষই সংখ্যালঘু নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষই সমান অধিকার নিয়ে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনাটিকে একটি দুর্যোগ আখ্যা দিয়ে এর বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি। বলেছেন, এই একটি ঘটনায় ভয় পেলে বা হীনমন্যতায় ভোগার কারণ নেই। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়।

বিকালে রাজধানীর বনানীতে গারোদের সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা উদ্বোধন করতে এসে এ কথা বলেন ওবায়দুল কাদের। সাংস্কৃতিক উৎসব হলেও আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতার এই বক্তব্যের একটি বড় অংশ জুড়েই ছিল ব্রাহ্মণবাড়িয়া হামলা ও হিন্দুদের নিরাপত্তা প্রসঙ্গ। তিনি বলেন, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনার সরকার এই দেশের সব মানুষের পাশে থাকবে। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ সেটা না দেখে সবাই এই দেশের নাগরিক-এভাবেই বিষয়টি দেখে সরকার।

ফেইসবুকে কথিত ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগ তোলার পর গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও শতাধিক ঘরবাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সারাদেশেই বিক্ষোভ হচ্ছে গত কয়েকদিন ধরেই। সরকার দুর্বৃত্তদের বিচারের আশ্বাসের পাশাপাশি হিন্দুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে।

তবে সরকারের এই ‘কঠোর অবস্থান’ এর মধ্যেও শুক্রবার ভোরে নাসিরনগরে পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বত্তরা। ঠাকুরগাঁও ও নেত্রকোণায় হামলা ও ভাঙচুর হয় তিনটি হিন্দু মন্দিরেও। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার তৈরি হয়েছে। শুক্রবার রাজধানীতে ব্যাপক বিক্ষোভও হয়েছে।

সরকার নাসিরনগরের ঘটনায় ব্যবস্থা নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বিকার নই। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যারা পারপেট্রেটর, যারা অপরাধ সংগঠন করেছে, শাস্তি তাদের পেতেই হবে।’

হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কার নেই। শেখ হাসিনা আপনাদের পাশেই আছেন।… কোনো অবস্থাতেই আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না।’

হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘নিজেদের মাইনোরিটি ভাববেন না। মাথা উচু করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’ তিনি বলেন, ‘ভয়কে জয় করতে হবে। জীবন হচ্ছে একটা সংগ্রাম। যে আকাশে মেঘ নেই, সেটা আকাশ নয়, নদীতে ঢেউ নেই, সেটা নদী নয়, যে সাগরে গর্জন নেই, সেটা সাগর নয়। দুর্যোগ যেখানে নেই সেটা প্রকৃতি নয়। এটাই বৈচিত্র্য। সাগরে গর্জন থাকবে, নদীতে ঢেউ থাকবে, নীল আকাশ থাকবে।…জীবনের চ্যালেঞ্জকে অতিক্রম করবেন সাহসের সঙ্গে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আমাদের সবার সমান অধিকার। এখানে মেজোরিটি-মাইনোরিটি বলে কিছু নাই। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিকরা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি

অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশলবিস্তারিত পড়ুন

সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলারবিস্তারিত পড়ুন

  • আগরতলায় ভিসা সেবা চালু করছে বাংলাদেশ
  • তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালালো বৈষম্যবিরোধীরা
  • বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
  • কানাডা-মেক্সিকো-চীন ট্রাম্পের শুল্কারোপের পাল্টা জবাব দেবে কীভাবে?
  • সমালোচনার মুখে বইমেলা থেকে সরানো হলো পোস্টার
  • সড়ক অবরোধ প্রত্যাহার, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণঅভ্যুত্থানে আহতরা
  • অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার
  • স্বর্ণের ভরি কি ২ লাখ ছাড়াবে?
  • খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি, সুস্থতা কামনা
  • ভারত থেকে এলো আরও ১৬ হাজার ৪শ মেট্রিক টন চাল
  • অন্তর্বর্তী সরকারের আমলে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে’ দুর্ভাগ্যজনক বললেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসের আমলে কেন হাসিনার আমলের মতো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’, প্রশ্ন রিজভীর