কেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় আগ্রহী নন মিশেল ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়ে পরাজয় স্বীকার করেছেন হিলারি ক্লিনটন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রী। এ অবস্থায় অনেকেই প্রশ্ন রাখছেন, তাহলে এরপর কী ওবামার স্ত্রী মিশেল ওবামাই রাষ্ট্রপতি হিসেবে পরবর্তীতে লড়বেন? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।
সম্প্রতি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন মিশেল। তিনি ভোটারদের হিলারিকে ভোট দিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু নিজে কখনোই রাজনৈতিক ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেননি।
মিশেল ওবামা একজন আইনজীবী ও লেখকও বটে। আর এ অবস্থায় মিশেল কী রাষ্ট্রপতি পদের জন্য নিজের অবস্থান পোক্ত করবেন?
এ প্রশ্নে অবশ্য নেতিবাচক মন্তব্যই করেছেন মিশেল। সম্প্রতি তিনি জানান যে, তার প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই। এ মন্তব্যে অনেক মিশেল ভক্তই বেশ হতাশ হয়েছেন।
মিশেল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘মিশেলের কখনোই রাজনীতি বিষয়ে পাগলামি নেই। মিশেল বিষয়টি একবার আমার কাছে ব্যাখ্যঅও করেছে। সে তার জীবন সাজাতে চায়। কিন্তু আশপাশের সবকিছু নয়। রাজনীতি খুবই অগোছালো।’
এক্ষেত্রে কী হতে পারে মিশেলের পরবর্তী কাজ? এ বিষয়ে অনেকেই বলছেন লেখালেখির অভিজ্ঞতা রয়েছে মিশেলের। আর এজন্য এখন বেশ লেখালেখি করা উচিত তার। হোয়াইট হাউজের নানা বিষয়ে অভিজ্ঞতাগুলো তিনি তুলে ধরতে পারেন সে লেখায়।
এছাড়া পেশাগত জীবনে তিনি যদি রাজনীতি পছন্দ না করেন তাহলে আন্তর্জাতিক নানা দাতব্য সংস্থার হয়ে কাজ করতে পারেন। এছাড়া রয়েছে তাদের নিজেদের দাতব্য সংস্থার গুরুত্বপূর্ণ কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন