শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কোহলিই তো ডোবাচ্ছেন ভারতকে!

ভারতজুড়ে মুণ্ডুপাত চলছে মহেন্দ্র সিং ধোনির। ধোনির নেতৃত্বে ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে ভারতীয় দল। জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়। জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, সর্বশেষ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ হার। তালিকায় যোগ হয়েছে গতকাল প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে পরাজয়টিও।

সমালোচকদের অভিমত, সীমিত ওভারে বিরাট কোহলির হাতে তুলে দেওয়া হোক নেতৃত্বের ব্যাটন। রণকৌশলে ধোনি-কোহলির মৌলিক পার্থক্য থাকতেই পারে। তবে যাঁকে ক্রিকেটের সব সংস্করণে ভারতের ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছে, ব্যক্তিগত পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু ধোনির চেয়েও বিবর্ণ! ভারতের রঙিন পোশাকের বর্তমান অধিনায়কের ওপর যে পরিমাণ সমালোচনার চাবুক ছুটছে, তাতে চাপাই পড়ে যাচ্ছে কোহলির বাজে পারফরম্যান্স।

এ বছরে দুজনই খেলেছেন ১৬টি ওয়ানডে। কোহলির রান ৩৮৯। ক্যারিয়ারে যেখানে গড় ৫০.৩৫, সেখানে এ বছর কোহলির গড় ২৯.৯২! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটি বাদে বলার মতো তেমন রানই করতে পারেননি ভারতীয় ব্যাটিং সেনসেশন। এই ১৬ ম্যাচে ফিফটি নেই একটিতেও। অন্যদিকে ৪১.৭২ গড়ে ধোনির রান ৪৫৯। সেঞ্চুরি না থাকলেও ফিফটি আছে তিনটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডেতে মোট তিন ম্যাচে কোহলির মোট রান ৫৫, ধোনির ৫৬। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির গড় ২২.০, ধোনির সেখানে ২৫.০।

ব্যাটিং অর্ডারে কোহলি সাধারণত নামেন তিনে। ধোনি সেখানে পাঁচ বা ছয়ে। ধোনির চেয়ে তুলনামূলক সময় ও বল বেশিই পেয়ে থাকেন কোহলি। স্বাভাবিকভাবেই বাজে পারফরম্যান্সের কারণে কোহলির বেশি সমালোচিত হওয়ার কথা। কিন্তু ঝড়টা যাচ্ছে আসলে ধোনির ওপর দিয়েই। এর পেছনে মূল কারণ হতে পারে, সাফল্য।
সীমিত ওভারে অনুজ্জ্বল পারফরম্যান্স হলেও টেস্টে বেশ উজ্জ্বল কোহলি। এ বছর ৫ টেস্টে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৮.৮৮ গড়ে ৪৪০ রান ভারতের টেস্ট অধিনায়কের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কদিন আগে কোহলির নেতৃত্বেই শ্রীলঙ্কার মাটিতে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ কারণে সমালোচকদের অভিমত, সীমিত ওভারেও কোহলির কাঁধে তুলে দেওয়া হোক নেতৃত্বভার।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব