কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম বলেছেন, কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, “কোটা সংস্কার আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়েছেন।”
ফারুক-ই-আজম বলেন, “মন্ত্রণালয় পুনর্গঠন এর জন্য আমরা বসবো, সবাইকে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের যে ইমেজ ড্যামেজ হয়েছে, সেটি আমরা দেখব বিভিন্ন পর্যায় থেকে।’”
তিনি আরও বলেন, “একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। এ কারণে একে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন, তাদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।”
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের তালিকা নিয়েও মন্ত্রণালয়ের সবাই বসে আমরা পরিকল্পনা গ্রহণ করব। সকলে বসে একটা সিদ্ধান্তে যাব কী কী করতে হবে। আপনারাই সব জানতে পারবেন। সত্যিকার অর্থে অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। সবাই আমরা ভাবি। পরিকল্পনা ও বাস্তবায়নও যা হবে সবার সামনে হবে। তবে সংস্কার হবে এবং ব্লাস্টিক সংস্কার। আমরা তো নানা বিষয়েই অনেক গল্পই ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব।”
এর আগে, সকালে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন উপদেষ্টা ফারুক-ই-আজম। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আমাদের কন্ঠস্বর: আগষ্ট ১৪, ২০২৪
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’
পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটিবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিনবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন