কোহলির জ্বলে ওঠার কারণ আনুশকা!

গেল এশিয়া কাপ থেকে দারুণ ফর্মে আছেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি।
তারই ধারাবাহিকতায় রোববার একাই হারিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। ভারতকে পাইয়ে দিলেন সেমিফাইনালের টিকিট।
কোহলি যখন ফর্মে থাকেন না তখন ক্রিকেটভক্তরা দায়ি করেন তার প্রেমিকা আনুশকা শর্মাকে। আবার তিনি যখন ফর্মে থাকেন তখনও সেই আনুশকা শর্মাকে নিয়ে তৈরি করা হয় হাস্য-রসাত্মক ট্রল।
সেগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না ভারতের এই ব্যাটিং জিনিয়াস। তাইতো তিনি ভক্ত-সমর্থকদের আনুশকার পেছনে লেগে না থাকতে অনুরোধ করেছেন।
সোমবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে এক টুইট করেন। সেখানে তিনি লিখেন, ‘যারা অবিরতভাবে আনুশকা শর্মাকে নিয়ে ট্রল বানায় তাদের জন্য লজ্জা। আনুশকার জন্য কিছুটা সমবেদনা রাখুন। কারণ, সে সব সময়ই আমাকে ইতিবাচকভাবে সমর্থন দিচ্ছে।’
টুইটের সঙ্গে তিনি ‘শেইম’ লেখা বড় একটি ছবিও শেয়ার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন