ক্যাটরিনাকে পেয়েও হতাশ সিদ্ধার্থ

বলিউড সুপাস্টার ক্যাটরিনা কাইফ ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘বার বার দেখো’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ছবির ‘কালা চশমা’ গানটি প্রকাশ হয়েছে।
প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক প্রশংসাও পাচ্ছে সেটি। মুক্তির আগে আগে সাফল্যের হাতছানিতে দারুণ উচ্ছ্বসিত সিদ্ধার্থ। সে সঙ্গে দীর্ঘদিন পর কোনো ছবি নিয়ে হাজির হচ্ছেন এমন আনন্দেও ভাসছেন ক্যাটরিনা।
সব ঠিকঠাক চললেও হঠাৎ সিদ্ধার্থের মনের আকাশে কালো মেঘ জমেছে। সহশিল্পী হিসেবে পাশে কাটরিনার মতো সুপারস্টারকে পেয়েও হতাশ তিনি।
তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সিদ্ধার্থের এমন হতাশার কারণ নাকি কাটরিনাই। কালা চশমা গানটিতে নায়কের চেয়ে নায়িকাকেই বেশি ফোকাস করা হয়েছে। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না সিদ্ধার্থ।
এক প্রশ্নেও উত্তরে এ অভিনেতা বলেন, নায়কের সঙ্গে পর্দায় একসঙ্গে নাচাটা কাটরিনা বোধহয় খুব একটা পছন্দ করেন না। গানটির জন্য শরীরের গড়নে পরিবর্তন আনতে খুব শ্রম দিতে হয়েছে ক্যাটরিনাকে।
এ নিয়ে সিদ্ধার্থ মজা করে বলেন, গানটিতে মোট তিন জন তারকাকে দেখানো হয়েছে বেশি এবং তাদের জন্যই গানটি বেশি হিট হয়েছে। এ তিন তারকা হলেন কাটরিনা, সিদ্ধার্থ ও ক্যাটরিনার অ্যাবস।
সিদ্ধার্থের এমন মন্তব্যে বলি অন্দরে এরই মধ্যে নানান কথা উঠেছে। অনেকে বলছেন, বিষয়টি নিয়ে সিদ্ধার্থের মন খারাপ হতেই পারে। তবে সেক্ষেত্রে ক্যাটরিনার দোষ নেই বলেই তারা মনে করছেন। নির্মাতা যা ভালো মনে হয়েছে তাই করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন