ক্যান্সার থেকে বাঁচতে শিশুকে দুপাশেই স্তন্যপান করান
মায়ের দুধের মূল্য সন্তান যেমন পরিশোধ করতে পারে না, তেমনি সন্তানকে স্তন্য পান করিয়ে মা নিজেও গর্বিত হন। একজন নারীর কাছে নারীত্বের অন্যতম পরিপূর্ণতা তার মাতৃত্বে। সন্তান ধারণ করা এবং আদর-যত্নে তাকে লালন করার মধ্যেই একজন মায়ের সত্যিকারের মাতৃত্ব ফুটে ওঠে। আর সেদিক থেকে প্রতিটি মায়ের সবচেয়ে সুখের জায়গা হচ্ছে তার সন্তানকে স্তন্যপান করানো। বাইরের কেনা দুধ নয়, মায়ের দুধই বাচ্চার জন্য আদর্শ এবং সেরা পুষ্টি। এমনটাই বলেন ডাক্তাররা।
আপনি নারী। আপনি একজন মা। আপনি নিশ্চয়ই আপনার সন্তানকে স্তন্যপান করাতে আপত্তি করবেন না। কিন্তু মায়েদের জন্য ইদানিং একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।আপনার সন্তানকে অবশ্যই স্তন্যপান করান। কিন্তু কিছুতেই বেশি সময় একই পাশের স্তন্যপান করাবেন না। তাতে ইদানিং স্তন ক্যান্সারের সম্ভবনা দেখতে পাচ্ছেন ডাক্তার এবং বিশেষজ্ঞরা। সম্প্রতি এক মায়ের ক্ষেত্রেও এমনই রোগের প্রকোপ দেখতে পেয়েছেন চিকিৎসকরা।
সেই মায়ের দুটি সন্তান ছিলই। তৃতীয় সন্তানের জন্ম হওয়ার পর দেখেন, সেই শিশুটি শুধুই একপাশের স্তন্যপান করতে চাইতো। দীর্ঘদিন এমনটা করার পর সামান্য সন্দেহ হয় তার। সে ডাক্তারকে বিষয়টি খুলে বললে ডাক্তার এমআরআই করার পরামর্শ দেন। এরপর দেখা যায় ওই মা ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন।অতএব অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আপনারও থাকে এমন অভিজ্ঞতা, তাহলে শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আর সেই অনুযায়ী ব্যবস্থা নিন। স্তন ক্যান্সার থেকে নিজেকে বাঁচান।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন