ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত : মিসবাহ

উরিতে সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেছেন, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। তার এই বক্তব্যকে সমর্থন করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও।
তবে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হকের মতে, রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখা উচিত।
লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি সাধারণ জনগণ চায়, দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠিত হোক তাহলে ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে।’
মিসবাহ বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমি চাই ভারতের বিপক্ষে খেলতে। সেই দলকে নেতৃত্বও দিতে। কিন্তু রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে না রাখলে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান সব সময় ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু দুঃখজনক যে, ভারত সেভাবে কখনো সাড়া দেয়নি।’
ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক বলেন, ‘আপনি যেমন বিশ্বকাপ খেলেন, অন্যান্য ম্যাচ খেলেন একইভাবে দ্বিপাক্ষিক সিরিজও খেলা উচিত।’
উল্লেখ্য, ২০১০ থেকে পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্বে দিচ্ছেন মিসবাহ। কিন্তু এখনও টেস্টে ভারতের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেয়া হয়নি তার। কারণ ২০০৭ সালের পর থেকে এই চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটির মধ্যে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন