ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রয়াত বাবার সম্পর্কে ‘মাঝারি গুণসম্পন্ন’ মন্তব্য করায় বলিষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন টুইঙ্কল খান্না। এরপরেই সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘যাঁরা আমার কথায় কষ্ট পেয়েছেন, আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমার কোনও রকম ইচ্ছাই ছিল না ওঁকে (রাজেশ খান্না) ব্যক্তিগত আক্রমণ করার।’
প্রসঙ্গত, একটি সাক্ষাত্কার দেওয়ার সময় কথা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘তখন ১৯৭০ সাল। যখন হিন্দি ছবিতে মাঝারি গুণসম্পন্ন লোক আসতে শুরু করেন। সেই সময়ে রাজেশ খান্না নামে এক অভিনেতার আগমণ হয় হিন্দি চলচ্চিত্র জগতে। তিনি যথেষ্ট সফল ছিলেন। কিন্তু আমার মনে হয়, তিনি একজন সীমিত অভিনেতা ছিলেন। বলতে গেলে তিনি একজন পুওর অভিনেতা ছিলেন। আমার দেখা অভিনেতাদের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি সচেতন ব্যক্তি ছিলেন না। তাঁর রুচি গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে চলত।’
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পরেন টুইঙ্কল খান্না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন