খালেদার মামলা প্রত্যাহারে জাগপার সমাবেশ শনিবার
২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার রাজধানীতে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তবে রাজধানীর কোথায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে তা জানায়নি দলটি।
বুধবার বিকেলে রাজধানীর আসাদগেটে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে নগর জাগপা ও যুব জাগপার যৌথ প্রতিনিধি সভায় দলের সভাপতি শফিউল আলম প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন।
জাগপা সভাপতি বলেন, ‘আধিপত্যবাদের গোলামেরা গদিতে বলেই দেশপ্রেমিকদের বিরুদ্ধে কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হচ্ছে। দেশপ্রেমিক নেতাদের হয়রানি, জেল-জুলুম এমনকি ফাঁসিতে ঝুলানো হচ্ছে। সুজাতা সিং ও দিল্লীর প্রেসক্রিপশনে ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর দেশকে নেতাশূন্য করার ভয়ঙ্কর প্রচেষ্টা চালু করা হয়। এখন গদির নেশায় পাগল দালালশাহী বেগম খালেদা জিয়ার বাসভবনের গেটে আদালতের সমন ঝুলিয়েছে।’
জাগপা সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খালেদা জিয়া ‘নিপীড়িত জাতির বাতিঘর’। সুতরাং অবিলম্বে খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করুন। অন্যথায় স্বাধীনতা প্রিয় জনগণ দালালশাহীর ফটকে জনতার সমন ঝুলিয়ে দেবে।’
নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। এতে বক্তব্য রাখেন- নগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব জাগপার সভাপতি ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন প্রমুখ।
এদিকে, এক বিবৃতিতে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে সংলাপের মাধ্যমে জাতীয় সঙ্কট দূর করার উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোর্ত্তজা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার তামাশার রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরে না আসলে পতনের পরিণতি স্বৈরাচার এরশাদের চেয়েও করুণ হবে।
প্রসঙ্গত, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার বাদির জবানবন্দি গ্রহণ শেষে মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার গেটে আদালতের সমনের কপি ঝুলিয়ে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন