শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুন হওয়ার ভয়ে চুরির টাকা হস্তান্তর করেন দেগুইতো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আ্যকাউন্ট থেকে চুরি যাওয়া অর্থ দ্রুততার সঙ্গে হস্তান্তরে বাধ্য হয়েছেন ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখা ম্যানেজার মাইয়া সান্তোস দেগুইতো। নিজে অথবা পরিবারের লোকজন খুন হওয়ার ভয়েই তিনি সব জেনেও টাকা হস্তান্তর করেন বলে বৃহস্পতিবার সিনেট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে জানিয়েছেন ওই ব্যাংকের এক কর্মকর্তা।

এর আগে সিনেট কমিটির কয়েকদফা উন্মুক্ত শুনানিতে দেগুইতো বলেছেন, রুদ্ধদ্বার বৈঠকে অর্থ জালিয়াতির এ ঘটনার সব খুলে বলবেন। এ নিয়ে দেশটির ব্যাংক সিক্রেসি আইনের বিধিনিষেধের কথা উল্লেখ করেন এই ব্যাংক কর্মকর্তা। সিনেট কমিটি বিরোধী দলের সদস্য জুয়ান এনরিলির অনুরোধে বৃহস্পতিবার রুদ্ধদ্বার এ বৈঠক ডাকা হয়।

পরে বিরোধী দলের ওই সদস্য বলেন, অভিযুক্ত ওই ম্যানেজার জীবনের ঝুঁকি থাকায় হয়তোবা উন্মুক্ত শুনানিতে জালিয়াতির বিষয়টি বলতে চাননি। শুনানিতে ব্যাংকটির অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার অর্থ লোপাট হয়। বাংলাদেশ ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বিপুল অংকের এ লোপাট হয় গত ৫ ফেব্রুয়ারি। তবে লোপাটের এ ঘটনা তদন্তে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তাদের একাংশের মতে, এ লোপাট হয়েছে ২৪ জানুয়ারি।

লোপাটের অর্থের ৮১ মিলিয়ন ডলার পাঠানো ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার চার অ্যাকাউন্টে। এ টাকা দ্রুততার সঙ্গে তুলে নিতে সহায়তা করেন ওই শাখার ম্যানেজার দেগুইতো।

চুরি যাওয়া বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলংকার একটি ব্যাংকে। প্রাপকের নামের বানানে ভুল থাকায় ওই অর্থ আটকে দেন সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা।

বৃহস্পতিবারের সিনেট কমিটির শুনানিতে রিজাল ব্যাংকের কাস্টমার সার্ভিসেস বিভাগের রমুলদো আগার্দোও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ঘটনার সময় দেগুইতো বলেছেন, হয় আমাকে এটা করতেই হবে, নইলে আমি অথবা আমার পরিবারের সদস্যদের মরতে হবে।’

শুনানিতে আগার্দো সিনেট কমিটিতে বলেন, ‘৯ ফেব্রুয়ারি সকালে দেগুইতো আমার এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অ্যাঞ্জেলা তোরেসের উপস্থিতিতে এ কথা বলেন।’

অবশ্য রুদ্ধদ্বার বৈঠকে দেগুইতো সহকর্মীর এ ধরনের দাবি অস্বীকার করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪

কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়েবিস্তারিত পড়ুন

উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন: শনিবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • সোনারগাঁয়ে বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৩
  • জরিপ: মোবাইল ফোনে অনলাইনের খবর পড়েন বেশিরভাগ পাঠক
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
  • বাধার মুখে রংপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ, ১৪৪ ধারা জারি
  • ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য: ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ
  • পাসপোর্টের তথ্য ছাড়া উড়োজাহাজের টিকিট বুক করা যাবে না
  • শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ৫% হারে বাড়ানোর সুপারিশ
  • শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে ‘বুলডোজার’
  • সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি