খুলনার কোচ স্টুয়ার্ট ল, অধিনায়ক মাহমুদউল্লাহ

ঘরোয়া ক্রিকেটে বরাবরই সেরা অধিনায়কদের একজন মাহমুদউল্লাহ। গত বিপিএলেও বরিশাল বুলসকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নজর কেড়েছিলেন। সেই মাহমুদউল্লাহ এবার নেতৃত্ব দেবেন খুলনা টাইটানসকে।
নতুন দলে মাহমুদউল্লাহ কোচ হিসেবে পাচ্ছেন পরিচিত একজনকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট লকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে খুলনা। তার কোচিংয়ে ২০১২ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক।
খুলনার উপদেষ্টা হিসেবে থাকবেন এই বিভাগেরই সন্তান, সাবেক জাতীয় অধিনায়ক ও এখনকার অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন অনু্ষ্ঠানে দেওয়া হয় এসব ঘোষণা।
উপদেষ্টা হাবিবুল বাশার প্রতিশ্রুতি দিলেন আকর্ষণীয় ক্রিকেট খেলার।
“আমরা শিরোপা জিততে পারব কি পারব না, সেটা সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে রোমাঞ্চকর ক্রিকেট খেলব।”
নতুন দলের নেতৃত্বেও ভালো কিছু করার আশাবাদ মাহমুদউল্লাহর কণ্ঠে।
“অধিনায়কত্বই সব কিছু না। দলের সব খেলোয়াড়দের কাছ থেকেই সাপোর্ট প্রয়োজন হয়। আমি এখনও শিখছি। দল হিসেবে যেন খেলতে পারি, ওটাই চেষ্টা থাকবে। আশা করি, আমরা এবার আরও ভালো পারফরম্যান্স দিতে পারব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন