খেলা শুরু হতে দেরি হচ্ছে মাঠ ভেজা থাকায়
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের টস নির্ধারিত সময়ে করা যায়নি। টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হলো না। এদিকে বৃষ্টি থেমেছে মিরপুরে। তবে মাঠ ভেজা থাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
টস হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু বৃষ্টির কারণে এই সময়ে টস করা যায়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটির খেলা শুরু হওয়ার কথা বেলা তিনটায়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলাও শুরু হচ্ছে না।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা বৃষ্টির মধ্যেই মাঠে এসেছে পৌঁছেছে। প্রায় দুই দিন ধরে টানা বৃষ্টিতে ঢাকা রয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট। শুক্রবার আউট ফিল্ডের প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন