খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী !
ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক আরোপ নিয়ে সোমবারও সরগরম হয়ে উঠে সংসদ। খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদ বাজেট আলোচনায় সদস্যরা এ’সব কথা বলেন।
সদস্যরা বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। এই শুল্ক নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
এছাড়া, ই-কমার্স, মেডিটেশন ও শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানোর দাবিও জানান সংসদ সদস্যরা।
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া, দেশের যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেখানে একটি স্কুল ও কলেজ সরকারি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













