খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী !
ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক আরোপ নিয়ে সোমবারও সরগরম হয়ে উঠে সংসদ। খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদ বাজেট আলোচনায় সদস্যরা এ’সব কথা বলেন।
সদস্যরা বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। এই শুল্ক নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
এছাড়া, ই-কমার্স, মেডিটেশন ও শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানোর দাবিও জানান সংসদ সদস্যরা।
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া, দেশের যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেখানে একটি স্কুল ও কলেজ সরকারি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন