গণতন্ত্রের পথ প্রশস্ত না হলে গুপ্তহত্যার উপশম দেখা দেবে
গণতন্ত্রের পথ প্রশস্ত না হলে দেশে গুপ্তহত্যার উপশম দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত প্রবীণ সাংবাদিক ও বুদ্ধিজীবী সাদেক খান স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপিনেতা এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যতই সরকার এসব হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলুক, সেগুলো কখনোই বিচ্ছিন্ন নয়, এগুলো দুর্বল গণতন্ত্রের প্রতীক। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
সাংবাদিক সাদেক খান অত্যন্ত সাহসী ও ইতিবাচক চিন্তামনা ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাদেক খানের অগ্রণী ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এই যে ছোটখাট এখানে খুন, ওখানে খুন। এটা এগুলা হয়তবা বিচ্ছিন্ন ঘটনা। এক সময় দেখা যাবে বিচ্ছিন্ন ঘটনা না। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের পথ প্রশ্বস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই উপশমগুলো দেখা দেবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন