পাকিস্তানে আবারো ধর্মান্তরকরণের অপচেষ্টা
গণধর্ষণের শিকার বোনের চিৎকার শুনতে বাধ্য হলো নির্যাতিত ভাই

ভাইয়ের উপর নেমে এলো কঠোর নির্যাতন। ১৭ বছর বয়সী বোনকে করা হলো গণধর্ষণ। আবার বোনের আর্তচিৎকার শুনতে বাধ্য করা হলো সেই নির্যাতিত ভাইকে। পাকিস্তানে একটি খ্রিস্টান পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি না হওয়ায় এমন অপকর্ম করেছে একটি মুসলিম মৌলবাদী গোষ্ঠী।
ব্রিটিশ পাকিস্তানি খ্রিস্টান অ্যাসোসিয়েসন বলছে, তারা পাকিস্তানের পূর্বাঞ্চলের কাসুরের আক্রান্ত সেই পরিবারকে সহায়তা করছে।
এই দাতব্য সংস্থার দেয়া তথ্যমতে, প্রত্যন্ত গ্রামের একটি মাটির ঘরে খ্রিস্টান পরিবারটির উপস্থিতির কথা জানতে পেরে মুসলিম মৌলবাদীরা বন্দুক, লাঠি ও রডের ভয় দেখিয়ে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে। তবে হত্যার হুমকির মধ্যেও নিজ ধর্ম ত্যাগ না করার কথা দৃঢ়তার সঙ্গে জানায় পরিবারটি।
দুষ্কৃতিকারীরা তখন পরিবারের সবার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তার মধ্যে দুজন ২০ বছরের আরিফ ও ১৭ বছরের জামিলাকে অপহরণ করে অজ্ঞাত একটি ভবনে নিয়ে যায়। সেখানে আরিফকে মারধর করা হয়। আলাদা একটি কক্ষে তার বোনকে গণধর্ষণ করা হয়। ধর্ষিতিা বোনের আর্তচীৎকার শুনতে বাধ্য হয় আরিফ। পরদিন সকালে আরিফ কৌশলে পালিয়ে আসে বাড়িতে। কিন্তু তার বোন জামিলা এখনো নিখোঁজ।
ব্রিটিশ পাকিস্তানি খ্রিস্টান অ্যাসোসিয়েসনের দাবি, এই ঘটনায় কোনো মামলা নিতে রাজি হয়নি স্থানীয় পুলিশ। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে।
দাতব্য এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান উইলসন চৌধুরী বলেন, ‘পরিবারটির জন্য নিরাপদ একটি পরিবেশ নিশ্চিত করতে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি। তবে খাদিজার অপহরণ ও নিখোঁজ থাকার বিষয়টি খুবই ঘৃণ্য এবং দুঃখজনক একটি ঘটনা।’
কাসুরেই ২০১৪ সালে খ্রিস্টান যুগলকে হত্যা করা হয়েছিলো। পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৪ শতাংশ খ্রিস্টান। তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে। – ডেইলি মেইল অবলম্বনে
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন