গাজীপুরে নিহত ৯ ‘জঙ্গি’র লাশ কুর্মিটোলায়
গাজীপুরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জন ‘জঙ্গি’র লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে লাশগুলো সেখানে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রহরায় গাজীপুরে নিহত নয়জনের লাশ নিয়ে আসা হয়। পরে সেগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গত শনিবার গাজীপুরের জয়দেবপুরের দুটি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হারিনাল লেবুবাগান এলাকার একটি বাড়িতে র্যাবের অভিযানে দুজন জঙ্গি নিহত হয়। ওই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নোয়াগাঁও পাতারটেক এলাকার সৌদি আরব প্রবাসী সোলায়মান মিয়ার বাড়িতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সোয়াত ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে সাত জঙ্গি নিহত হয়।
এই ঘটনায় আজ দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, শনিবার বিকেলে জঙ্গিদের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই সময় তাঁদের সবার পরিচয় জানা যায়নি। তাই তাঁদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘নয় জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় পাঠানো হয়। কিন্তু লাশ রাখার পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই। এ ছাড়া সেখানে কিছু ফ্রিজ নষ্ট থাকায় এবং যেগুলো আছে সেগুলো ওভারলোড হয়ে আছে। মর্গ কর্তৃপক্ষ আমাদের এটি জানিয়েছে। এ কারণে গাজীপুরে নিহত নয়জন জঙ্গির লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন