গানের দুনিয়ায় অভিষেক সোনাক্ষীর

অভিনয়ের জগতে পা রেখেছেন বেশ কিছুদিন হল৷ নিজের জায়গাও বেশ পাকা করে নিয়েছেন৷ ছবিতে তাঁর মুখের গান বেশ জনপ্রিয় হয়েছে৷ এমনকী যে সব আইটেম সংয়ে তিনি ডান্স করেছেন সেগুলোও লোকের মুখে মুখে ফেরে৷ আর তাই এবার অভিনয়ের পাশাপাশি গানের ভুবনেও নিজের যাত্রা শুরু করে দিলেন সোনাক্ষি সিনহা৷
‘আজ মুড হ্যায় ইশকহোলিক হ্যায়’- এগানেই অভিষেক হচ্ছে সোনাক্ষির৷ একদা তাঁর নায়িকা হওয়া নিয়েও অনেকে অনেক কথা বলেছিলেন৷ ‘ফ্ল্যাবি’ চেহারার নায়িকাকে আদৌ বলিপাড়া গ্রহণ করবে কি না, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন অনেকে৷ কিন্তু নিজের অভিনয় দিয়েই সে জল্পনায় ইতি টেনে দিয়েছিলেন শত্রুঘ্ন তনয়া৷ ‘লুটেরা’ হোক কিংবা ‘দাবাং’- ফিগার ফ্যাক্টরকে পাত্তা না দিয়েই সকলকে যেন ‘খামোশ’ বলেছিলেন৷ এবার শুরু নয়া জার্নি৷ গানের অ্যালবাম প্রকাশ করা তাঁর বহুদিনের স্বপ্ন৷ সেই স্বপ্নপূরণের পথেই তিনি৷ নিজের এই ড্রিম প্রোজেক্ট নিয়ে সোনাক্ষী যে বেশ উৎসাহিত ও উত্তেজিত সে কথা জানিয়েও দিয়েছেন৷
মিট ব্রোজ ও কুমার সোনাক্ষীর জন্য লিখেছেন এ গান৷ গানটির ভিডিও শুট হয়েছে গোয়ায়৷২৩ ডিসেম্বরই প্রকাশ পাবে গানের টিজার ভিডিও৷ সোনাক্ষীর আশা, অভিনেত্রী হিসেবে সকলে যেমন তাঁকে পছন্দ করেছেন, তাঁর গানও তেমনই পছন্দ করবেন মানুষ৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন