শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গানে গানে শাকিবের কড়া সমালোচনায় মিশা সওদাগর..!!

যৌথ প্রযোজনার নামে ভারতীয় কলাকুশলীদের আধিক্য থাকা ছবির নিয়মিতভাবে বাংলাদেশে মুক্তি পাওয়ার বিরুদ্ধে কথা বললেন অভিনেতা মিশা সওদাগর। সঙ্গে পরোক্ষভাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের কড়া সমালোচনা করেন তিনি।

গত ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তির অনুষ্ঠানে মিশা বলেন, ‘আমরা চলচ্চিত্র পরিবার, আমরা চলচ্চিত্রের কল্যাণ চাই। গতকালও একটা ছবি মুক্তি পেয়েছে। আমরা কিছুই করতে পারছি না।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’র মুক্তি পাওয়াকেই ইঙ্গিত করেছেন মিশা। বলাবাহুল্য, এর প্রায় সব কলাকুশলী কলকাতার।

শাকিবকে ইঙ্গিত করে সমালোচনা করতে গিয়ে নচিকেতার গাওয়া ‘আমি মুখ্য-সুখ্য মানুষ বাবা কিছুই বুঝি না, এ দেশের রঙ-তামাশা কিছুই জানি না’ গেয়েছেন মিশা।

নচিকেতার গানটির ‘আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের/আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের’ কথাগুলোর পরিবর্তে মিশা গেয়েছেন, ‘আজকে যিনি যৌথ ছবির পক্ষে কালকে তিনি বিপক্ষে/কোনোরকম একটা সাইনিং পেলেই যুক্তি দিতে থাকেন স্বপক্ষে।’

এরপর আবার নচিকেতার গানের লাইনে ফিরে গিয়ে মিশা গেয়েছেন, ‘কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি।’

ভারতীয় ছবির বিরুদ্ধে শাকিব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু চলতি বছর জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিতে অভিনয় করেন তিনি। এর বেশিরভাগ কাজ হয়েছে ওপার বাংলায়। এর অধিকাংশ কলাকুশলীও কলকাতার।

সম্প্রতি যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এতে তার বিপরীতে থাকবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। এ বিষয়টিকে টেনে মিশা বলেছেন, ‘কেউ কাফনের কাপড় পড়ছে, আন্দোলনে দেখি কাউকে, আবার তাকেই দেখি ভারতীয় ছবিতে চুক্তি করছে। এ ধরনের দ্বিমুখী আচরণকে আমি ঘৃণা করি। আমি কাউকে পরোয়া করি না। যা উপলব্ধি আসে তা বলি।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবির প্রশংসা করে দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে মিশা বলেন, “সবাই বাংলা ছবি দেখুন। নিজের মাকে ভালোবাসুন। যেদিন পরিবার মিলে বাংলা ছবি দেখার চল শুরু হবে সেদিন আবার দেশীয় চলচ্চিত্রে স্বর্ণযুগ ফিরে আসবে। এ ক্ষেত্রে ‘আয়নাবাজি’ একটা উদাহরণ। ‘আয়নাবাজি’ ভালো চলছে, চলবে।”

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সংগীত পরিবেশনের সময় মঞ্চে উঠে নেচে আমন্ত্রিত অতিথিদের আনন্দ দেন মিশা। তখন মঞ্চে আরও ছিলেন ‘রক্ত’ ছবির নায়ক রোশান, চিত্রনায়িকা পপি ও জলি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত