গার্মেন্ট শ্রমিকদের ২০ সেপ্টেম্বরের মধ্যে বেতন-বোনাস দাবি
সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদ বোনাস ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ এ মানববন্ধনের আয়োজন করে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মানববন্ধনে বলেন, “যেহেতু সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ কোরবানির ঈদ, তাই শ্রমিকদের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ও সমপরিমাণ ঈদ বোনাস মাসের ২০ তারিখের মধ্যে দেওয়ার দাবি করছি।”
তিনি বলেন, “সরকার শ্রমিকদের উৎসব বোনাস শ্রম আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জেনেছি। এটা ভালো দিক হলেও আইনে পরিষ্কার করে সেটি উল্লেখ থাকতে হবে। তা না হলে শ্রমিকরা সারা জীবন ঠকতে থাকবে।”
তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার মালিকসহ সকল ‘শ্রমিক হত্যাকারীদের’ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। প্রেসক্লাবের সামনে একই সময়ে জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করে।
সরকারি খাতের জন্য মজুরি কমিশন এবং ব্যক্তি মালিকানাধীন খাতের শ্রমিক কর্মচারীদের জন্য মজুরি বোর্ড পুর্নগঠনের পাশাপাশি দেশের সকল শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন