গুগল সার্চে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

মাঠের লড়াইয়ে মেসি ও রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক চলছেই ফুটবল অঙ্গনে। বেশ কয়েক বছর ধরেই সেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন এ সময়ের সেরা এই দুই ফুটবলার। ২০০৯ সাল থেকে টানা চারবার জিতেছিলেন মেসি। এরপর টানা দুইবার বর্ষসেরা ফুটবলারের মুকুটটা উঠেছে রোনালদোর মাথায়। এ বছর আবার হয়তো নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারেন মেসি। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে পারবেন কি না, তা জানার জন্য অবশ্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এক দিক দিয়ে এরই মধ্যে রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
২০১৫ সালে গুগুলে সবচেয়ে বেশি দেশের মানুষ খুঁজেছে মেসিকে। মেসির সঙ্গে অবশ্য আছে যুক্তরাষ্ট্রের টিভি তারকা কিম কারদিশিয়ানের নাম। গুগল সার্চে ২৬টি দেশ থেকে খোঁজা হয়েছে মেসি ও কারদিশিয়ানকে। অন্যদিকে রোনালদো গুগলের শীর্ষে ছিলেন ২১টি দেশে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্যাটরিনা কাইফকে।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের গুগল সার্চের শীর্ষে ছিলেন কারদিশিয়ান। আর মেসি শীর্ষে ছিলেন নিজ দেশ আর্জেন্টিনা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে। স্পেন ও আফ্রিকার কিছু দেশ থেকে বেশি খোঁজা হয়েছে রোনালদোকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন