গুরুত্বপূর্ণ ম্যাচে অসহায় আত্মসমর্পণ বরিশালের
পয়েন্ট টেবিলে নিজেদের সেরা চারে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বরিশাল বুলসের, কিন্তু সেই সুযোগ নেয়া তো দূরের কথা উল্টো অসহায় আত্মসমর্পন করলো মুশফিকুর রহীমের দল। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই ছিল টিচাগং ভাইকিংসের, দুই বিদেশী তারকা- শোয়েব মালিক ও মোহাম্মদ নবির দুর্দন্ত নৈপুণ্যে সে লড়াইয়ে দারুণভাবেই জিতলো তারা।
হোম ভেন্যুতে আজ মঙ্গলবার তামিম ইকবালের দল ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল বুলসকে। চিটাগং ভাইকিংসের দেয়া ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই টুর্নামেন্ট জুড়ে দারুণ ফর্মে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির তোপের মুখে পড়ে বরিশাল। স্কোর বোর্ডে ১২ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা, যার মধ্যে নবি নিয়েছেন ৩টি। এরপর ম্যাচে ফেরা তো দূরের কথা, আরো দ্রুত উইকেট হারাতে থাকে তারা। ৩৯ রানে সপ্তম উইেেকটর পতন হয় বরিশালের। তার মধ্যে দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। মাঝখানে অধিনায়ক মুশফিকুর রহীমের ১৫ বলে ১৯ রান দলকে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা থেকে বাঁচিয়েছে। ৮ম উইকেটে এনামুল হক(টু) ও তাইজুল ইসলামের ৪২ রানের জুঁটি পরাজয়ের ব্যবধান কমতে ভূমিকা রেখেছে। বড় অসময়ে ৩৭ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন এনামুল(টু)। ৮ বল বাকি থাকতেই একে একে আউট হয়ে যায় তার সতীর্থরা। ১০৭ রানে থামে বরিশালের ইনিংস।
এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক চিটাগং সংগ্রহ করে ৫ উইকেটে ১৮৫ রান। ওপেনার ডোয়াইন স্মিথের ৩৯ বলে ৬৯ রানের ইনিংসটিই তাদের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। ক্যারিবিয়ান তারকা স্মিথ ৩টি ছক্কা ও ৬টি চারে এই রান করেন। এরপর মিডল অর্ডারে আরো বিধ্বংসী ছিলেন শোয়েব মালিক ২ ছক্কা ও ৯ চারে মাত্র ৩০ বলে ৬৩ রান করেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এছাড়া দলনেতা তামিম ইকবাল করেন ১৯ রান। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও থিসেরা পেরেরা।
এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করলো চিটাগং। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চারে। এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তিনে ঢাকা ডায়নামইটস। তালিকার শীর্ষে রংপুর রাইডার্স, দুইয়ে খুলনা টাইটান্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন