‘গুরু’ আসবেন আর এই গরমাগরম সংলাপ হবে না,
‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’- সংলাপ বলার সঙ্গে জনতা উচ্ছ্বসিত৷ ‘গুরু’ আসবেন আর এই গরমাগরম সংলাপ হবে না, তাই আবার হয় নাকি! ফ্যানদের খুশি করে ট্রেডমার্ক সংলাপেই বাংলার শারদউৎসবে সামিল হলেন ‘দাদা’ মিঠুন চক্রবর্তী৷ তবে ফ্যানদের উদ্দেশ্যে তাঁর সাবধানবাণী, এ সংলাপ আবার যেন তাঁরা বাস্তবে প্রয়োগ না করে বসেন৷ তাহলে পুজোর আনন্দের দফারফা৷ সেই মেজাজ, কথায় কথায় সেই মজা৷ তৃতীয়ার সন্ধে চেনা ছন্দেই পেল মিঠুন চক্রবর্তীকে৷ আর তাঁর হাত ধরেই শুরু হল রাজডাঙা ইস্ট রিক্রিয়েশন ক্লাবের এবারের মাতৃবন্দনার৷ ছিলেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিশিষ্টরা৷
শোনা যাচ্ছিল, তিনি নাকি গ্ল্যামারদুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন৷ ইদানিং সিনেদুনিয়ার আলো ঝলমলে পরিবেশে তাঁকে বেশি দেখা যায় না, এমন কথাও ঘুরছিল ইতিউতি৷ তবু গোটা বাংলা যখন পুজোর আনন্দে মেতেছে, তখন বাংলা ‘দাদা’ কি দূরে থাকতে পারেন! আর তাই চতুর্থীর শহরই দেখল পুজোয় সামিল ‘গুরু’ মিঠুন চক্রবর্তী৷ কলকাতার একমাত্র এই একচা পুজোরই সূচনা করলেন তিনি৷
শারদ উৎসবের টান যে বাঙালির নাড়িতে এদিন তাইই যেন এবার নতুন করে মনে করিয়ে দিলেন তিনি৷ এসেছেন পুজোর উদ্বোধনে, তবে কোনও পেশাদারিত্বের খাতিরে নয়৷ পকেট থেকে খাম বের করে দেখিয়েই দিলেন, পুজোর উদ্বোধনের জন্য তাঁকে ২ লাখ দিয়েছেন পুজো উদ্যোক্তারা৷ কিন্তু তিনি এসেছেন পুজোর টানে৷ আর তাই পুরো টাকাই তিনি তুলে দিলেন ‘বন্ধু’ নামক এক সংস্থার কর্তাদের হাতে৷ এইডস আক্রান্ত বাচ্চাদের চিকিৎসার খাতিরে ব্যয় হবে এই অর্থ৷
শুধু পরদায় নয়, পরদায় বাইরেও যে তিনি নায়ক তা দেখিয়ে দিলেন৷ তবে সবার উপরে তিনি ‘দাদা’৷ আর তাই বাংলাজোড়া আনন্দউৎসবের মধ্যেও অগণিত বাচ্চার মুখে হাসি ফুটিয়ে তুললেন তিনিই৷
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন