গুলশান হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের ওপর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। গত জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর কমান্ডো অভিযানে নিহত সন্দেহভাজন পাঁচ জঙ্গির কথাবার্তা, হামলার ঘটনা এবং আইএস এর কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য তুলে ধরা হয়েছে বাংলা ভাষায় ধারণকৃত ওই ভিডিওতে।
ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, শোলাকিয়া ঈদ জামাতের ইমাম ফরিদউদ্দিন মাসুদসহ কয়েকজন ধর্মীয় নেতার সমালোচনা করে বক্তব্য দেয়া হয়েছে। খবর বিবিসির।
গুলশান হামলার প্রায় তিন মাসের কাছাকাছি সময়ে এসে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের মৃতদেহ গত বৃহস্পতিবার দাফন করা হয়। এরপরই নতুন ওই ভিডিওটি প্রকাশ করেছে আইএস।
ভিডিওটির দ্বিতীয় অংশে গুলশান হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গি কালো পাঞ্জাবী এবং মাথায় বিশেষ ধরণের স্কার্ফ পড়ে আইএস এর পতাকার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এ ধরণের স্থির চিত্র আগে প্রকাশিত হয়েছিল। তবে এই ভিডিওতে তাদের কথা বলতে দেখা গেছে। জঙ্গিরা হামলার আগে এই ভিডিওতে অংশ নিয়েছিলেন।
নিহত হওয়ার পর এই জঙ্গিদের যে নাম বা পরিচয় প্রকাশিত হয়েছে ভিডিওতে সেই নাম ব্যবহার না করে পোশাকি নাম ব্যবহার করা হয়েছে।
কিন্তু গুলশান হামলার ঘটনার প্রায় তিন মাস পর কেন এই ভিডিও প্রকাশ করা হলো, এর পেছনে কি কারণ থাকতে পারে তা নিশ্চিত নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন