শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

গৃহবধূর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি

গৃহবধূর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ঝালকাঠিতে পর্ণগ্রাফি ও চাঁদাবজি আইনের মামলায় আতিকুর রহমান নামে শিবিরের এক দূর্ধর্র্ষ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আলোকিত বাংলাদেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে কিছুদিন কাজ করেছিল। বর্তমানে সে ঝালকাঠি সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে। বিভিন্ন সময় সে বিভিন্ন পত্রিকা ও আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে ঝালকাঠি শহরের সিটিপার্ক এলাকার চায়ের দোকানদার সোহাগ হাওলাদারের ঘরের ভেতর প্রবেশ করে সাংবাদিক নামধারী শিবিরের এক দূর্ধর্র্ষ ক্যাডার আতিকুর রহমান ও অজ্ঞাত ২/৩ জন। এসময় সোহাগের স্ত্রী তার শিশুপুত্রকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আতিক শিশুটিকে দুধ খাওয়ানো অবস্থায় ওই গ্রহবধূর ছবি তোলে। এসময় গৃহবধূর স্বামী ঘরে ছিলেন না। ছবিটি মুছে ফেলার জন্য গৃহবধূ সাংবাদিক আতিককে অনুরোধ করে। আতিক সুযোগ পেয়ে গৃহবধূকে তার সাথে অনৈতিক কাজের প্রস্তাব দেয়।

এতে রাজি না হওয়ায় গৃহবধূর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন আতিক। রাতের মধ্যে দাবিকৃত টাকা না দিলে ছবিসহ পত্রিকায় সংবাদ এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান আতিক। বিষয়টি তাৎক্ষণিক গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী সোহাগ হাওলাদার রাত আটটার দিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বসে আতিককে দুই হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেওয়ার কথা বলে চলে আসেন। আতিক আজ শনিবার সকালে বাকি আট হাজার টাকার জন্য সিটিপার্কে সোহাগের বাসায় এক লোক পাঠায়। টাকা না দিলে সংবাদ প্রকাশ ও ইন্টারনেটে প্রকাশের ভয় দেখায়। এক পর্যায়ে সোহাগের স্ত্রী (ইতি বেগম) বাদী হয়ে শুক্রবার সকালে ঝালকাঠি থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা করেন।

ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম বলেন, পর্ণগ্রাফি ২০১২ সালের আইনে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে আতিককে জেল হাজতে প্রেরন করে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি থানার মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই গোলাম সরোয়ার ।

ঝালকাঠির গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আতিকুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে ছাত্র শিবিরে তার কোন পদ নেই। ৫ জানুয়ারি থেকে টানা তিন মাস শিবিরের বিভিন্নস্থানে নাশকতার ছবি তুলে ইন্টারনেটে সরবরাহ করার কাজ করতো আতিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।বিস্তারিত পড়ুন

রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬

রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া ও ধনিয়া এলাকায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।বিস্তারিত পড়ুন

বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

 ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরবিস্তারিত পড়ুন

  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন 
  • কারাগারের ছাদ ফুটো করে পালানোর সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি গ্রেফতার
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • চাঁদা তুলে পরিবার চালানোর অধিকার রাজনীতিবিদদের নেই: ওবায়দুল কাদের
  • চাঁদপুরে যৌথ অভিযানে ১১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
  • কুড়িগ্রামে অবৈধ জাল বিক্রি ও মজুদের দায়ে তিনজনকে কারাদণ্ড
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি, হলে বিচার হবে: ওবায়দুল কাদেরের
  • সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা