গৃহবধূ হত্যা, স্বামী-দেবরের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন !
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় তার স্বামী ও ভাসুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১০ বছর আগের এ হত্যা মামলায় আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিচারক শেখ মো. নাজমুল আলম এ রায় ঘোষণা করেন বলে পিপি খসরুজ্জামান দুলু জানান। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নির্যাতনে নিহত লিপি বেগমের স্বামী মোকদ্দেস মৃধা এবং মোকদ্দেসের ছোট ভাই কবির মৃধা।
এছাড়া মোকদ্দেসের চাচাতো ভাই জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা, জালাল মৃধাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মামলার সাত আসামির মধ্যে বুলু বেগম নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন।
পলাতক কবির ছাড়া আসামিদের সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে পিপি খসরুজ্জামান জানান। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ জুলাই বোয়ালমারীর আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। নিহতের বাবা আকমল মৃধা ওই দিনই বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন