গেইল যখন মাইকেল জ্যাকসন!
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়৷ তারপরই আরসিবি’র জার্সি গায়ে নবম আইপিএল-এর ফাইনালে পৌঁছানো৷ তিন মাসেরও বেশি সময় ধরে এদেশে রয়েছেন ক্রিস গেইল৷ ভারত তাই ক্যারিবিয়ান চ্যাম্পিয়নের সেকেন্ড হোমই হয়ে গিয়েছে৷ আইপিএল রানার্স-আপ তকমা নিয়ে এবার দেশে ফেরার পালা৷ সোমবার রাতেই সেই লম্বা সফরের ইতি ঘটল৷ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দল হেরেছে ঠিকই৷ কিন্তু বাড়ি ফেরার আগের রাতে একটা সেলিব্রেশন হবে না, তাও কি হয়? ফের ডান্স ফ্লোর মাতালেন গেইল৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রতিভার অভাব নেই৷ কেউ দারুণ গান করেন, তো কেউ আবার নাচে এক্সপার্ট৷ তবে ডান্স ফ্লোর মানেই সবচেয়ে প্রথমে একজনের নামই মনে পড়ে৷ ক্রিস গেইল৷ আইপিএল চলাকালীন কখনও সতীর্থ শেন ওয়াটসনের ‘টুইস্ট অ্যান্ড সাউট’ গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে, তো কখনও বন্ধু ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে নেচেছেন৷ এমনকী, ভাংড়া গানে দেশি মেজাজেও ধরা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান৷ এবার সেসবকেও ছাপিয়ে গেলেন তিনি৷ কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের গানে তাঁরই স্টাইলে নাচলেন গেইল৷
ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিওটি পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, ‘জয় হোক বা পরাজয়৷ আমি সবসময়ই একরম৷ ভারতে এটাই শেষ রাত৷ আমার চ্যাম্পিয়ন সরফরাজের জন্য অনেক শুভেচ্ছা রইল৷ আমার থেকে নাচ শিখে নিও৷’
সত্যিই, গেইল আছেন গেইল-এই৷ নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন গেইলের জ্যাকসন ডান্স৷
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন