সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রামে ছুটে যাওয়া মানুষ ঢাকায় ফিরছেন, স্টেশনে ভিড়

ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামে ছুটে যাওয়া লোকজন এখন স্রোতের মতো রাজধানীতে ঢুকছেন। ঈদের পর প্রথম শুক্রবার। এ দিন কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজধানীমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী প্রতিটি ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়।

শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, অন্য যেকোনো দিনের চেয়ে এ দিন যাত্রীদের চাপ ছিল বেশি। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বৃষ্টি- এমন অবস্থায়ও যাত্রীদের ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দরজা-জানালায় ঝুঁলে আসতে দেখা গেছে। কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বের হওয়া যাত্রীদের যানবাহন পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

স্টেশন চত্বরে থাকা যানবাহনের ড্রাইভার যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাড়া হাঁকেন দ্বিগুণেরও বেশি। এদিকে শুক্রবার জয়ন্তিকা, সুন্দরবন ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ১ থেকে ৫ ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছায়। সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস প্রায় ৫ ঘণ্টা বিলম্বে রাত সাড়ে ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছে। অপরদিকে সুন্দরবন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, উপকূল এক্সপ্রেস দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে আসে। বিলম্বে আসা ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

চট্টগ্রাম থেকে আসা এক যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন চত্বরে সিএনজি চালকের সঙ্গে ভাড়া নিয়ে তর্কবিতর্ক করছিলেন। বিল্লাল হোসেন নামে ওই যাত্রী জানান, স্ত্রী-সন্তান নিয়ে ঈদ শেষে চট্টগ্রাম থেকে এসেছেন। পুরান ঢাকা যেতে সিএনজি চালক ভাড়া চাচ্ছেন, ৪শ’ টাকা।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার-১ এনসি দাশ জানান, শুক্রবার যাত্রীদের চাপ ছিল বেশি। যাত্রীর তুলনায় বাইরে যানবাহন ছিল খুবই কম। তার ওপর বৃষ্টি। ট্রেন যাত্রীরা নিরাপদ ও সাশ্রয়ে রাজধানীতে এলেও যানবাহনের জন্য দুর্ভোগে পড়েন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেসের যাত্রী জিন্নাত আরা বেগম জানান, প্রতিবারের মতো এবারও স্বামী-সন্তান নিয়ে শশুরবাড়ি চট্টগ্রামে ঈদ করেছেন। স্বামী আমিনুল ইসলাম ব্যাংকার, তিনি গত রোববারই ঢাকা চলে এসেছেন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা যাত্রী শিরিন আক্তার বলছিলেন, গ্রামের পরিবেশ অনেক সুন্দর, সবার সঙ্গে ঈদ করার মজাই আলাদা। পড়াশোনার জন্যই এ ইট-পাথরের নগরে চলে আসতে হয়েছে। বললেন, মা পিঠা বানিয়ে দিয়েছেন, সঙ্গে আতব চাল এবং দেশী ফলমূলও। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়, ফলে সিটে বসেও যাত্রীদের ঠেলাঠেলি সহ্য করতে হয়েছে। বগির অধিকাংশ জানালা নষ্ট থাকায় বৃষ্টির পানি ভেতরে ঢুকেছে, ভিজতে হয়েছে যাত্রীদের।

ঢাকা রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ঈদের আগে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় পৌন ২ লাখ যাত্রী রাজধানী ছেড়েছে। ঈদের পরও একই সংখ্যক যাত্রী রাজধানীতে আসছেন। ঈদের আগে ও পরে দু-একটি ট্রেন ছাড়া বাকি সবক’টি ট্রেনই সিডিউল অনুযায়ী চলাচল করেছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত