শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘর সাজানোর সহজ উপায় জেনে নিন..

ভাড়া বাড়িকে নিজের মনের মতো সাজাতে স্বাধীনতা খানিকটা কম পড়ে বটে, তবে বুদ্ধি করে সাজালে ভাড়া বাড়িকেও নিজের বাড়ির মতোই সাজাতে পারবেন৷ বেশি খরচ না করে আপনার ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটকে রাঙিয়ে নেয়ার চমৎকার সব উপায় রয়েছে৷ চলুন জেনে নেয়া যাক কিছু উপায়।

-বাড়িতে রঙিন আসবাবপত্র রাখুন৷ পুরনো আসবাবপত্রকে রঙ করে নিতে পারেন৷ রঙিন আসবাব থাকলে ঘর অনেক উজ্জ্বল দেখাবে৷ সাইড টেবিল, চেয়ার ইত্যাদি আসবাবপত্র রঙিন হলে তো ভালোই লাগবে৷ শুধু রঙিন আসবাব নয়, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রঙিন হতে পারে৷ যেমন একটা রঙিন ফুলদানি, টেবিল ল্যাম্প, অথবা রঙিন কুশন কভার নিমেষেই ঘরের ভোল পালটে দেবে সন্দেহ নেই৷

-ওয়াল পেপার ব্যবহার করা যেতে পারে৷ ঘরের একটা দিকে এই ধরনের ওয়াল পেপার ব্যবহার করতে পারেন৷ তবে লম্বা কাগজে নিজেও নানা ধরনের কাগজ জুড়ে ওয়াল পেপার বানিয়ে নিতে পারেন৷ ধরুন দেয়ালে একটা বড় অংশ জুড়ে রঙিন আর্ট পেপার সেঁটে, তার উপর পারিবারিক অ্যালবামের একটা কোলাজ তৈরি করা যেতে পারে| দেয়াল সাজানোর জন্য রঙিন পোস্টার বা বা পেইন্টিংও ভালো লাগবে| পোস্টারও নিজে বানিয়ে নেয়া যায়|

-একটা সাদামাঠা ঘরে নিমেষে প্রাণ ফিরিয়ে দেবে গাছের টব| বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টস দিয়ে ঘর সাজান| জায়গা না থাকলে হ্যাঙ্গিং হোল্ডারে ইনডোর প্ল্যান্টস রেখে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন৷ তাছাড়া জানলা বা এক চিলতে বারান্দাতেও ইনডোর প্ল্যান্টস বাড়তি সৌন্দর্য তৈরি করবে৷

-বাড়ি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করুন৷ অগোছালো থাকলে মোটেই ভালো লাগবে না৷ আর সেই কারণে বাড়ির স্টোরেজ সিস্টেম ভালো হওয়া দরকার৷ জুট ব্যাগ, বড়ো পিচবোর্ডের বাক্স ইত্যাদি যেখানে সেখানে ফেলে না রেখে, সেগুলোতেই সুন্দর করে জিনিষপত্র ভরে রাখতে পারেন৷ দরকার হলে এগুলোকে একটা সুন্দরভাবে সাজিয়ে নিন৷ দেখতে ভালো লাগবে, জিনিসপত্র গোছানোও থাকবে| এছাড়া ফেলে দেয়া নানা জিনিসকেও মেকওভার দিয়ে বাড়ি সাজানো যেতে পারে৷

-বিছানার জন্য ভালো চাদর কিনুন৷ সাধারণ চাদরের বদলে ভালো কাপড়ের অথবা এমব্রডায়িংয়ের কাজ করা বিছানা চাদর ব্যবহার করা যেতে পারে৷ বিভিন্ন সাইজের বালিশ কিনুন৷ একটু বিচিত্র ধরনের পিলো কভার ব্যবহার করতে পারেন৷ নানা ধরনে বালিশ পর পর বিছানায় সাজিয়ে একটা নান্দনিক সৌন্দর্য তৈরি করা যেতে পারে৷

-বিভিন্ন উৎসবের সময় অনেকেই রঙিন আলো কিনে থাকেন৷ উৎসব ফুরিয়ে গেলেও সেগুলো আপনার হোম ডেকর হিসেবে কাজে লাগান৷ বড় কোনো কাচের বোতলে জড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্প বানিয়ে নেয়া যায়৷ আবার সুন্দরভাবে দেয়ালেও টাঙিয়ে দেয়া যেতে পারে৷

-রান্না ঘরেও একটু নজর ফেরান৷ আকর্ষণীয় কার্টলারি বা ক্রোকারি আপনার রান্নাঘরকেও চমৎকার লুক দিতে পারে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়