চক্রান্তে শিকার অভিনেতা সোহেল খান!

অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও নাম লেখালেন অভিনেতা সোহেল খান। সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকা ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি।
পেশাগত জীবনে কখনও এমপি, কখনও সমাজপতি এবং একাধিক নাটকে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। এবার বাস্তবেই সেই সুনাম মুঠোবন্দি করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন সোহেল খান।
তবে মাঠে নেমে তিনি বিরোধী চক্রের শিকার হচ্ছেন বলে জানালেন। এ প্রসঙ্গে সোহেল খান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমি বিশেষ ভূমিকা রাখতে চাই। স্বজনপ্রীতি না হলে নৌকা প্রতীক আমি বরাদ্দ পাব। এলাকার সাধারণ মানুষ আমাকে প্রচুর ভালোবাসে। যদি বঞ্চিত মানুষের উন্নয়নে কিছু করতে পারি তবে নিজেকে ধন্য মনে করব।’
তিনি আরো বলেন, ‘কিছু অসাধু মহল আমার নামে চক্রান্ত করে যাচ্ছে যাতে করে আমাকে নৌকা প্রতীক না দেয়া হয়। তারা বলছেন, ২০০৩ সালে মো. সোহেল খান বিএনপির চৌহাট ইউনিয়নের নাট্য সম্পাদক পদে ছিলেন। এই সোহেল খান আমি নই। আমার নামের সঙ্গে মো. শব্দটি নেই। সুতারাং বোঝাই যাচ্ছে আমার নাম বিকৃত করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
সোহেল খান বিনয়ের সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য ওই মহলটিকে অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে যারা প্রার্থী নির্বাচনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘আমি শিল্পী মানুষ। নিজের বিবেকের তাগিদে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েি। এলাকার মানুষ আমাকে কতোটা চায় সেটা বিবেচনা করেই যেন প্রতীক বরাদ্দ দেয়া হয়।’
প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে সোহেল খান অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন