শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চাঁদে গিয়েও গান করব’

ডাকনাম। বাবা-মা এবং সবাই আমাকে মমতাজ নামেই ডাকেন। সন্তানদের কথা। আমার এক ছেলে দুই মেয়ে। ছেলে মেহেদী হাসান আর মেয়ে খুশরাত রুহানি ক্লাস সেভেন আর রাইসা রোজ ক্লাস থ্রিতে পড়ছে। নিজের গাওয়া প্রথম গান। আব্বার মুখে যে গান শুনতাম, সেই গান গাইতাম। তবে রেকর্ড করা প্রথম গানের শিরোনাম ‘খেলছে পাখি উল্টা কলে’। ১৯৯২ সালে গানটি বিজয়নগরে ওয়েব স্টুডিওতে রেকর্ড করা হয়।

জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে গান…
আমার প্রথম দুটি অ্যালবামের গান কিন্তু শ্রোতারা দারুণ পছন্দ করেন। এরপর আমার গাওয়া বৈঠকি, মুর্শিদি, বিচ্ছেদি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে ‘ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’ গানটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হাসান মতিউর রহমান।

গুগলি
রাজনীতি করি, কারণ…
মানুষের জন্য রাজনীতি করি। মানুষ আমাকে ভালোবাসে। শিল্পী হিসেবে যেহেতু সবাই আমাকে ভালোবাসে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি তাদের জন্য কিছু করতে চাই।
সংসদ সদস্য মমতাজ নাকি সংগীতশিল্পী মমতাজ—মানুষ কাকে বেশি পছন্দ করে?
প্রথমে আমি সংগীতশিল্পী, তারপর সংসদ সদস্য। সংগীতশিল্পী মমতাজকে সবাই যেভাবে পছন্দ করে, সংসদ সদস্য মমতাজকে হয়তো সবাই সেভাবে পছন্দ না-ও করতে পারে। নানা দলমতের মানুষ আছে সমাজে। তবে সংগীতশিল্পী মমতাজের ক্ষেত্রে দলমত কিছুই টেকে না।
আমার সবচেয়ে প্রিয় গান।
অনেক গানই তো প্রিয়। ‘মায়ের কান্দন যাবজ্জীবন’ গানটা গাইতে বেশি ভালো লাগে।
আমার গানের সংখ্যা।
সঠিক সংখ্যা বলা খুব মুশকিল। হিসাব করে তো গান করা হয় না। তবে নয় হাজার তো হবেই। আর অ্যালবামের সংখ্যা আট শর কাছাকাছি।

পাওয়ার প্লে…
গান, অভিনয়, মডেলিং, রাজনীতি। এরপর…
মানুষের মনের মধ্যে বেঁচে থাকার জন্য কাজ করছি। মানুষের আরও ভালোবাসা অর্জন করার জন্য যা করা দরকার, সব করতে চাই।
চাঁদে যাওয়ার সুযোগ পেলে সঙ্গী হিসেবে কাকে নেবেন?
একজনকে তো নেওয়া সম্ভব না। চাঁদে যাওয়ার সুযোগ পেলে আমার ভক্তদের নিয়ে যাব। কারণ, আমি চাঁদে গিয়েও গান করব।
ক্রিকেট খেলার সুযোগ পেলে ব্যাটসম্যান নাকি বোলার হবেন?
ব্যাটসম্যান হলে খারাপ খেলব না। বলটাও ভালো করব। আমি অলরাউন্ডার হব।
রাঁধুনি মমতাজ।
রাঁধুনি হিসেবে আমি খুবই খারাপ। রান্নার কাজটা মোটেও ভালো পারি না। ছোটবেলায় আমি ছিলাম দস্যি মেয়ে। রান্নার ব্যাপারে কখনোই আমার আগ্রহ ছিল না। নানা ধরনের খেলাধুলা করতাম। নদীতে সাঁতার কাটতাম। আর গান তো আছেই।

ফুলটস
‘রিটার্ন টিকিট’ না হয়ে ‘ওয়ান ওয়ে টিকিট’ থাকলে কেমন হতো?
এটা সবারই আশা। ওয়ান ওয়ে টিকিট থাকলে তো কথাই ছিল না। যাওয়ার কোনো ইচ্ছে নেই। যুগ যুগ ধরে ধরে যদি পৃথিবীতে থাকতে পারতাম, তাহলে অনেক বেশি ভালো লাগত। কিন্তু তা তো সম্ভব নয়।
‘বুকটা ফাইট্টা যায়’। বুক ফেটে যাওয়ার মতো কোনো ঘটনা আছে?
ও রকম নেই। অন্য রকম কিছু আছে। সবার জীবনেই তো প্রেম-ভালোবাসা আছে। দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা নিয়েই মানুষের জীবন।
গান ছাড়া আর যা ভালো করতে পারি?
গল্প আর আড্ডা।
এক মমতাজের প্রেমিক সম্রাট শাহজাহানের কথা সবাই জানে। এই মমতাজের শাহজাহান কে?
এই মমতাজের একজন শাহজাহান নয়, হাজারো শাহজাহান আছে। যারা আমাকে মমতাজ বানিয়েছে, তারাই আমার শাহজাহান।

বাউন্সার
‘পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা’। এ ধরনের কোনো ছেলের দেখা পেয়েছেন?
মঞ্চে যখন গান করি, তখন তো আমি আগুনের গোলার অভাব দেখি না। আমি হাত তুলতে বললেই দেখি, হাজার হাজার আগুনের গোলা হাত তোলে।
‘নান্টু ঘটক’-এর ফেসবুক অ্যাকাউন্ট আছে?
গানের মাধ্যমে যেভাবে নান্টু ঘটক বিখ্যাত হয়েছে, তার তো ফেসবুকে অ্যাকাউন্ট থাকারই কথা। খোঁজ করতে হবে।
সেলফি নিয়ে গান।
এখন সেলফির যুগ। নতুন বিষয়। সামনে সেলফি নিয়ে গান করব।
হঠাৎ ছিনতাইকারীর কবলে পড়লে…
যা চায়, তা-ই দিতে হবে। আর যদি বুঝতে পারি, সে আমার গানের ভক্ত, তাহলে গান শুনিয়ে দেব।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন