চাকার ধরতে তৎপর হচ্ছে বিসিবি

অবশেষে চাকিং ইস্যু নিয়ে ঘুম ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে অবৈধ অ্যাকশনের বোলার শনাক্ত করতে কমিটি গঠন করা হচ্ছে।
এই ধরনের কমিটি বিসিবিতে আগেও ছিল। তবে নিষ্ক্রিয়। অনেকটা জেগে জেগে ঘুমানোর মতো।
বিসিবির সিইও নিজাম উদ্দিন বলছেন, ‘এই ধরনের কমিটি করতে আমরা কিছু আলোচনা সামনে এনেছি। আলোচনাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
কমিটিকে ফলপ্রসূ করতে একটু সময় নেয়া হচ্ছে মন্তব্য করে নিজাম আরো বলেন, ‘লিগ থেকে কিমিটি কাজ শুরু করবে।’
‘চাকিংয়ের খুঁটিনাটি সম্পর্কে যাদের ভাল ধারণা আছে, তাদেরই কমিটিতে রাখা হবে।’
ডিপিএল শুরু হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে। অবৈধ অ্যাকশনের দায়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ তিন বোলারকেও এই লিগে দেখা যেতে পারে।
তাসকিন, সানি নিষিদ্ধ হন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় নিষিদ্ধ হন সঞ্জিত সাহা।
‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে লিগের দলবদল শুরু হবে ১০ এপ্রিল। নিষিদ্ধ তিন ক্রিকেটার তালিকায় আছেন।
নিষিদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে বল করে অ্যাকশন শুধরে নিতে সবসময় সুযোগ দেয় আইসিসি। তিনজনকে নিতে কোন কোন ক্লাব আগ্রহ দেখায় সেটাই এখন দেখার বিষয়।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই তিনজন বাদে আরো কয়েকজনকে নজরে রাখা হবে। যাদের অ্যাকশন নিয়ে দেশের ক্রিকেটে ফিসফাস আছে। বিসিবি থেকে আম্পায়ারদেরও ওই বোলারদের খেয়াল রাখতে বলে দেয়া হবে।
আরো পড়ুন-এবার ঘুম ভাঙবে বিসিবির?
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন