চিরিরবন্দরে আলু চাষে ব্যস্ত কৃষক
দিনাজপুরের চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছে আলু চাষীরা। এবারে আলু চাষাবাদে আবহাওয়া অনুকুলে ভাল থাকায় কৃষকরা আগাম ভাল আলু ফলনের আশা করেছে। উপজেলায় চলতি মৌসুমে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩২ হাজার ১০০ হেক্টর জমিতে।
চিরিরবন্দর উপজেলাসহ অন্যন্যে এলাকায় আগাম আলু চাষাবাদ শুরু করা হয়েছে। বর্তমান কৃষকরা আগাম আলু চাষ করে আর্থ সামাজিক অবস্থার আমুল পরিবর্তন ঘটিয়েছে। ১৯৯০ সালে ১২ নং ইউনিয়ননের এক কৃষক বাড়ির পাশের জমিতে খাওয়ার জন্য আগাম আলু চাষাবাদ শুরু করেছে। ভালো ফলন পাওয়ায় সেখান থেকে শুরু হয় আগাম আলুর চাষাবাদ, ছড়িয়ে পড়ে চিরিরবন্দর উপজেলাসহ আশপাশের এলাকা গুলোতে।
পাইকার পাড়া গ্রামের মো: আলিম জানান, তিনি ২৫ বিঘা ডাঙ্গা জমিতে আলু চাসাবাদ করে এবং তার প্রতি বিঘা জমিতে আলু উঠানো পর্যন্ত খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। আলুর ফলন যদি ভালো হয় তাহলে প্রতি কেজি আলু ২০-৩০ টাকা দরে বিত্রি“ করতে পারলে তিনি ২৫ বিঘা জমিতে খরচ পুষিয়ে নেওয়ার পরেও ২-৩ লাখ টাকা লাভ করবেন বলে আশা করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই উপজেলার কৃষকদের প্রধান আয়ের উৎস হচ্ছে আলু চাষাবাদ। অল্প সময়ে দ্বিগুণ লাভবান হওয়ার আশায় কৃষকরা আলু চাষাবাদ করে থাকেন। সঠিক সময়ে ঔষুধ প্রয়োগ করতে না পারলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আলু উদ্বৃও জেলা হিসাবে পরিচিতি, দিনাজপুরে এ পর্যন্ত কোন পূর্ণাঙ্গ আলু গবেষনা কেন্দ্র গড়ে উঠেনি। সরকার দিনাজপুরে একটি আলু গবেষনা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিবে এমনটি প্রত্যশ্যা জেলা ও উপজেলা কৃষকদের।
আরো পড়ুন
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন