চির ধরেছে রণবীর-ক্যাটরিনার সম্পর্কে
রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের মতো সুখী জুটি বর্তমান সময়ে আর নেই বললেই চলে। তাদের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। সেই সঙ্গে পর্দার রসায়নও বেশ গ্রহন করেছে দর্শক।তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক দিনে দিনে গভীর থেকে আরও গভীরতর হচ্ছিলো। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে তাদের সম্পর্কে চির ধরেছে।
বেশকিছু দিন ধরে লক্ষ করা যাচ্ছে যখন ক্যাটরিনাকে বিয়ের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তা তিনি এড়িয়ে যাচ্ছেন।অপরদিকে রনবীরকে বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটিরিনাবিহীনই দেখা যাচ্ছে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর শুধু তার পরবর্তী ছবি ‘তামাশা’তে দীপিকার সঙ্গে তার রসায়ন নিয়েই কথা বলেছেন।রণবীরও ক্যাটরিনার সঙ্গে বিয়ের ব্যাপারে কোন কথা বলছেন না।
এও শোনা যাচ্ছে বর্তমানে নাকি তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বেশ ঝগড়া হচ্ছে। তবে সমালোচকদের ধারণা রণবীরের পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ার কারণেই তিনি স্ট্রেসের মধ্যে আছেন। তাই দু-একটু কথাতেই রেগে যাচ্ছেন। এছাড়া কিছুদিন আগে ক্যাটরিনা নাকি রণবীরের সঙ্গে একটা ফ্যাশন শোতে না গিয়ে বন্ধুদের সঙ্গে পর্টি করে সারা রাত পার করে দিয়েছেন। আর ক্যাটরিনার এ ব্যবহারে বেশ কষ্ট পেয়েছেন রাণবীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন