চীনের সার আর নিবে না সরকার

ওজনে কম ও নিম্নমানের সার সরবরাহের কারণে চীন থেকে আর কোনো সার আমদানী করবে না সরকার। সংসদীয় কমিটির সুপারিশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রলয়ের সচিব।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম মোঃ আহ্সানুল হক চেধৈুরী এবং রহিম উল্লাহ অংশ নেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানান, চায়না থেকে আমদানীকৃত গুদামের কস্পাউন্ডে মজুদকৃত শেষ পর্যায়ের কিছু সার ক্রাসার দিয়ে লুজ করে ডিলারদের দেওয়া হয়। গত আর্থিক বছরের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চায়না থেকে আর সার কেনা হবে না।
কমিটির সভাপতি পত্রিকায় প্রকাশিত পৌনে চার কোটি টাকার সার আত্মসাতের বিষয়টি উল্লেখ করে বলেন, ৫০ কেজি সারের বদলে কৃষকরা ৪০ থেকে ৪২ কেজির বস্তা নিতে চায় না। কোন কোন দেশ থেকে সার আমদানি করা হবে সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি নীতিমালা তৈরির কথা বলেন সভাপতি। তিনি আরো বলেন, আমদানিকৃত জমাট বাধা সার গুড়া করে বিক্রি করা গ্রহণযোগ্য নয়।
এদিকে সংসদ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বল হয়, বিসিআইসির ভুয়া বিল সম্পর্কিত তদন্ত রিপোর্ট যা সংসদীয় কমিটির কাছে এসেছে সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন