ছাগল চুরির সালিস: আ’লীগ নেতাকে হত্যা!
গ্রাম্য সালিসে রায় হয়েছে ১৫ হাজার টাকা জরিমানা। এতে ক্ষিপ্ত হয়ে হত্যা করলো রায় দাতাকে। এমন ঘটনা ঘটেছেপাবনা সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের নেতা রিপন হোসেন (৪০) নামের ওই রায়দাতাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামাণিকের একটি ছাগল চুরি হয়। ওই ছাগল চুরি করার পর জবাই করে খেয়ে ফেলেন আজিজ মৃধার ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন। এ নিয়ে দুপুরে এলাকায় শালিস বৈঠক বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণ হয়। এতে রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শফিকুলকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০টি লাঠির বাড়ি শাস্তি নির্ধারণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে রবিবার বিকাল ৫টার দিকে রিপনকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান শফিকুল। স্থানীয়রা আহত রিপনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে রিপন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম বলেন, ধারণা করা হচ্ছে ওই সালিস বৈঠকে জরিমানা করার জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন