ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজারে সাজিদুল হক জয় (২৩) নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছে। সোমবার দুপুরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয়কে কোপালে সে গুরুতর আহত হয়।
এ সময়ে তাকে রক্ষা করতে গেলে দূর্বৃত্তরা তার চাচা জামিরুল মৃধা (৩৭) কেও এলোপাতারি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সেখানে জয়ের মৃত্যু হয়।
জয় কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের মৃত জিয়াউল হকের পুত্র। মৃতের স্বজনরা জানায়, সোমবার দুপুরে দাউদপুর বাজারে জামিরুল ও তার ভাতিজা জয় এক পাশে চায়ের দোকানে বসে ছিলেন।
এ সময়ে কলাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবের নেতৃত্বে একই এলাকার সোহেল, নাঈম, ময়নুল, হৃদয়সহ আরো কয়েক তরুন তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত জিয়াউল হক মৃধার ছেলে নিহত জয়ের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন আমাদের কণ্ঠস্বরকে জানিয়েছেন, ছাত্রদল কর্মী জয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে দাউদপুর বাজারে সবার সামনে জয়কে কুপিয়ে হত্যা করেছে। তিনি ওই সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন