বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের

“জাতীয় রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু” শীর্ষক জাতীয় সংলাপে অতিথি হিসেবে ছাত্রশিবিরের প্রতিনিধি উপস্থিত থাকায় সংলাপ বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে এই সংলাপের আয়েজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা।

সংলাপে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের।

তবে অতিথিদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ থাকায় সংলাপ বর্জন করেন আমানুল্লাহ আমান।

জানা গেছে, সভায় অংশগ্রহণের দুপুরে জাবি ক্যাম্পাসে যান আমানুল্লাহ আমান। পরে শিবির নেতা আজিজুর রহমান আজাদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে সংলাপ বর্জনের ঘোষণা দিয়ে চলে যান তিনি।

এ বিষয়ে আমানুল্লাহ আমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “ছাত্রদলের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা শিবিরের সঙ্গে কোনো সংলাপে বসতে পারি না। গত ৫ আগষ্টের পরে আমরা তাদের সঙ্গে কোনো সংলাপে বসিনি। স্বাধীনতা যুদ্ধ ও ফ্যাসিবাদ বিতাড়িত করার প্রশ্নে তারা যেভাবে মিথ্যাচার করেছে এরপর তাদের সঙ্গে কোনো সংলাপের চিন্তা আমরা করতে পারি না।”

পরে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানকে ছাড়াই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামী আন্দোলনের সহকারী সম্পাদক খন্দকার আহসান মারজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংলাপে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে তার পরিবর্তে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ সংলাপে গিয়েছিলেন বলেন জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত