বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্র আন্দোলনে বিজিবির ১০৩ সদস্য আহত হয়, বেশ কয়েকজন পুলিশের গুলিতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য নিহত হন। আর আহত হন ১০৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছিল পুলিশের গুলিতে।

ঢাকার পিলখানায় বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবির ডিজি বলেন, ‘ছাত্র আন্দোলনে আহত বিজিবির ১০৩ জন সদস্যের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বেশকিছু সদস্য পুলিশের ছররা গুলিতে আহত হয়েছে। তারা একই জায়গায় পুলিশের সঙ্গে ডিউটি করছিল।’

অপর এক প্রশ্নের জবাবে বিজিবির ডিজি বলেন, ‘বিজিবির কোনো সদস্য পালিয়ে নেই। বিজিবির কোনো অস্ত্র মিসিং নেই। তবে আন্দোলনে আমাদের কিছু গাড়ি পুড়ে গিয়েছে।’

বিজিবির প্রায় ৫৭ হাজার জনবল রয়েছে জানিয়ে বাহিনীটির প্রধান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আমাদের শুধু ৬ পয়েন্ট মতো মোতায়েন করা হয়েছিল।’

‘কিন্তু কেন এত কম সদস্য মোতায়েন করা হলো সেজন্য টাইম টু টাইম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে বিভিন্ন মিটিংয়ে কৈফিয়ত দিতে হয়েছে।’

আন্দোলন দমাতে পুলিশ যে ভূমিকা পালন করছে ঠিক একই রকম ভূমিকা বিজিবি ইচ্ছা করেই পালন করছে না বলে বিজিবি কর্তৃপক্ষকে দোষারোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিজিবি যেহেতু সরকারি বাহিনী, সরকারি আদেশ রয়েছে, গ্রাউন্ডে সদস্যদের পাঠানো লেগেছে। পুলিশের চাইতে বিজিবির ১৫-২০ গুণ বেশি মরণাস্ত্র আছে। কারণ বর্ডারে যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতায় থেকে প্রথম মোকাবিলা তাদেরই করতে হবে। এগুলোর কোনোটাই ইচ্ছাকৃতভাবে আন্দোলনে মোতায়েন করা হয়নি।’

আন্দোলনে বিজিবির টহল পিকআপ গেলেও তারা এলএমজি নিয়ে যাননি বলে দাবি করেন ডিজি। বলেন, ‘এলএমজি নিয়ে আমাদের কোনো সদস্য দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি। কারণ, এলএমজি সম্পূর্ন লোড থাকে। এর মাধ্যমে বিজিবির হাতে একটি প্রাণেরও মৃত্যু যেন না ঘটে সেটিই আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল।’

ছাত্র-জনতা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে জানিয়ে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘জুলাই মাসের শেষ দিকে যখন গণগ্রেপ্তার শুরু হলো তখন বিজিবিকেও গ্রেপ্তারের জন্য বলা হয়েছিল। বিজিবির কোনো সদস্য কাউকে গ্রেপ্তার করেনি। আমাদের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, আমরা তাও করিনি।’

ক্ষমতার পালাবদলের দুই মাস পর সংবাদ সম্মেলনে এসে এতসব তথ্য জানালেন বিজিবি মহাপরিচালক। সার্বিক পরিস্থিতির কারণে এসব বলার বা পরিষ্কার করার সুযোগ এতদিন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা তখন (জুলাই) কীভাবে দায়িত্ব পালন করেছি, কী রকম চাপ ছিল তা আমাদের কমান্ডাররা জানেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার