রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ছুটির ঘণ্টা শুনে আনন্দ, তাই ৬৪ শিক্ষার্থীকে পিটুনি

স্কুলের ছুটির ঘণ্টা শুনে আনন্দিত হয়নি এমন শিক্ষার্থী পাওয়া কঠিন। আর এই আনন্দ প্রকাশ করাই কাল হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। ছুটির ঘণ্টা শুনে আনন্দে চেঁচামেচি করার জন্য শ্রেণিকক্ষে আটকে রেখে বাঁশের লাঠি দিয়ে ৬৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা।

গতকাল সোমবার বিকেলের এই ঘটনায় গ্রামবাসী প্রধান শিক্ষিকা জোবেদা আক্তারকে অফিস কক্ষে অবরোধ করে রেখে তাঁর অপসারণের দাবি জানান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সানোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করেন।

কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস জানান, গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে স্কুলে ছুটির ঘণ্টা শোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেঁচামেচি করতে থাকে। এতে প্রধান শিক্ষিকা জোবেদা আক্তার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং পঞ্চম শ্রেণির কক্ষের দরজা বন্ধ করে ৬৪ শিক্ষার্থীর সবাইকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় নিলয়, ঈষিকা, নূপুর নামের তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অচেতন হয়ে যায়। পরে শিক্ষার্থীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন স্কুলে ছুটে এসে তাদের উদ্ধার করে।

শিখা বিশ্বাস বলেন, ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলে ছুটে আসে। তারা তাদের সন্তানদের শরীরে আঘাতের চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়ে এবং উত্তেজিত হয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে অভিভাবক ও গ্রামবাসী প্রধান শিক্ষিকা জোবেদা আক্তারকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। এ সময় অন্য সহকারী শিক্ষকরা পালিয়ে যান।’

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া, আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলীম ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

  • ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন
  • গাজীপুরে জেএমবির দুই পলাতক সদস্য গ্রেপ্তার
  • গাজীপুরে আবাসিক হেটেলে যৌন ব্যবসা, ৬৭ তরুণ-তরুণী আটক
  • গাজীপুর কাপাসিয়াতে শীতলক্ষ্যা হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
  • দেশে ফেরার ৩ দিনের মাথায় টঙ্গীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা
  • গাজীপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা!
  • গাজীপুরের কাপাসিয়ায় ছেলের দায়ের কোপে বাবা খুন
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন
  • গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত
  • গাজীপুরে বাসচালককে ছুরিকাঘাতে হত্যা
  • গাজীপুর হোটেলে ধরা পড়লো কলেজছাত্রী ও যৌনকর্মীসহ ৮৬জন
  • জোরপূর্বক প্রবেশ করা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ১২