শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবিরোধী অভিযানের প্রকৃত উদ্দেশ্য জানতে চান ফখরুল

জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন জঙ্গিদের প্রাণহানি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, জঙ্গিবিরোধী অভিযানে জনগণের মধ্যে প্রশ্ন আছে। জনগণ এসব অভিযানের প্রকৃত কারণ জানতে চায়। জঙ্গিবিরোধী অভিযানে মৃত্যুকে বিচারবহির্ভুত হত্যাও বলেছেন ফখরুল।

দুপুরে ঢাকা আইনজীবী ভবনে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত এক শোকসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই আলোচনার আয়োজন করে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর দিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়েছিলেন। ওই অভিযান নিয়ে প্রশ্ন না তুললেও গত ২৬ জুলাই মিরপুরের কল্যাণপুর অভিযানে ৯ জন, ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তিন জন এবং সবশেষ গত শনিবার গাজীপুরের পাতারটেক ও লেবুবাগান এবং টাঙ্গাইলের কাগমারা অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গির মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

প্রথমে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ প্রথম ২৬ জুলাইয়ে কল্যাণপুর অভিযানে নিহতরা প্রকৃত জঙ্গি কি না সে প্রশ্ন তোলেন। এরপর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্থানীয় কমিটর সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন পুলিশ কেন এসব আস্তানায় গিয়ে গুলি করে।

গাজীপুর ও টাঙ্গাইল অভিযানে ১১ জনের মৃত্যুর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান শুরু হওয়ার পর একজনকেও আমরা জীবিত ধরতে দেখলাম না। এ বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে জনমনে সন্দেহের সৃষ্টি করছে, প্রশ্নের তৈরি করছে, আতঙ্ক তৈরি করছে।’

বিএনপি নেতা বলেন, ‘এখন জনগণ সত্যিকার অর্থেই জানতে চায়, সরকার কোন উদ্দেশ্যে এ ধরনের কাজ করছে।’ তিনি বলেন, ‘বিএনপি চায় আইনের মাধ্যমে জঙ্গিদের বিচার হোক। কিন্তু সরকার জঙ্গি দমনের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এর পেছনে সরকারের অন্য উদ্দেশ্য থাকতে পারে।’

মির্জা ফখরুলের এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি যে জঙ্গিদের মদদদাতা সেটা দলের নেতাদের বক্তব্যের পর আর মানুষকে বুঝিয়ে বলতে হবে না।’ তিনি বলেন, ‘কেবল জঙ্গি নয়, তারা যুদ্ধাপরাধীদেরও আশ্রয়দাতা। এ কারণে এই বিচার শুরুর সময়ও তারা এ নিয়ে প্রশ্ন তুলেছে।’

হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যদি প্রকৃত উদ্দেশ্য না বুঝে থাকেন তাহলে তাকে বলবো, জঙ্গিদের সমূলে উৎপাটন করা আমাদের উদ্দেশ্য আর তাদের (বিএনপি) উদ্দেশ্য এদেরকে জানপ্রাণ দিয়ে রক্ষা করা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল