জঙ্গিরা উত্তেজক কিছু নিয়েছিল কি না, পরীক্ষার অনুমতি

রাজধানীর কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিরা মাদক বা উত্তেজনা-উন্মাদনা সৃষ্টিকারী কোনো ‘ড্রাগ’ বা রাসায়নিক সেবন করেছিল কি না তা পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত।
পাশাপাশি পরিচয় নিশ্চিতের জন্য নিহতদের স্বজনদের ডিএনএ পরীক্ষা এবং জঙ্গিদের প্রোফাইল সংরক্ষণের অনুমতিও দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম রোববার এই তিন আবেদন মঞ্জুর করেন।
মামলার নতুন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এদিন আদালতে আবেদনগুলো করেন।
এগুলোর একটিতে জঙ্গিদের রক্ত, মলমূত্র, অস্থিমজ্জাসহ গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করে তা পরীক্ষার অনুমতি চাওয়া হয়।
আবেদনে বলা হয়, ‘নিহত নয় জঙ্গি সেদিন কোনো মাদক, উত্তেজনার ও উন্মাদনা সৃষ্টিকারী ড্রাগ বা কোনো রাসায়নিক পদার্থ সেবন বা গ্রহণ করেছিল কি না তা নিরীক্ষার জন্য ওই লাশগুলো থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন। ওই উপাত্ত বা আলামত দেশে বা বিদেশে পাঠিয়ে মতামত নেওয়া হতে পারে।’
এর আগে গুলশানের ক্যাফেতে হামলাকারীদের মৃতদেহ থেকেও এসব নমুনা সংগ্রহ করা হয় একই পরীক্ষার জন্য। গুলশান হামলার পর দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। আবার কল্যাণপুরে অভিযানে নিহত হওয়ার আগে জঙ্গিদের তৈরি করা ভিডিও ও ছবিতে আইএসের পতাকা দেখা গেছে।
নৃশংস কায়দায় মানুষ হত্যার মাধ্যমে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেওয়া আইএস যোদ্ধারা ‘ক্যাপ্টাগন’ নামের এক মাদকের নেশায় বুঁদ হয়ে দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে গোয়েন্দা ও সমর বিশেষজ্ঞদের ধারণা।
ষাটের দশক থেকেই পশ্চিমা দেশগুলোতে ক্যাপ্টাগন পাওয়া যায়। শুরুতে বিষন্নতা কাটানোর চিকিৎসায় এটি ব্যবহার করা হলেও পরে এটি নেশার বড়ি হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। বিশ্বের অনেক দেশেই এখন ক্যাপ্টাগন নিষিদ্ধ।
তদন্ত কর্মকর্তার দ্বিতীয় আবেদন নিহতদের ডিএনএ পরীক্ষার। এতে বলা হয়, জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের ডিএনএ নমুনার সঙ্গে মেলাতে বাবা-মা, আত্মীয়-স্বজনের ডিএনএ পরীক্ষা করা হবে।
তৃতীয় আবেদনটি হচ্ছে সিআইডি দিয়ে নিহত জঙ্গিদের প্রোফাইল সংরক্ষণের জন্য। সিআইডির ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিক ল্যাবরেটরি দিয়ে এই প্রোফাইল সংরক্ষণের আবেদনটি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়েবিস্তারিত পড়ুন

উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশবিস্তারিত পড়ুন