জঙ্গি দমনে দু’এক দিনের মধ্যে বিশেষ অভিযান
জঙ্গি তৎপরতা রুখতে দু’এক দিনের মধ্যে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরির্দশক একেএম শহীদুল হক। বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দফতরে এক জরুরি বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিন্টন পুলিশের (ডিএমপি) সকল বিভাগের ডিসি, দুইজন জয়েন্ট কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত একজন পুলিশ সুপার বলেন, যে সব এলাকায় জঙ্গি তত্পরতা রয়েছে সেসব জেলার পুলিশ সুপাররাই উপস্থিত ছিলেন। বৈঠকে জঙ্গি দমনে পুলিশ প্রধান সাত ধরনের নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে রয়েছে ব্যাপক বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, সন্দেহ ভাজন স্থানগুলো তল্লাশি ও নজর রাখা, কোনো এলাকায় নতুন ভাড়াটিয়া এলে সে ব্যাপারে খোঁজখবর নেয়া, যেসব এলাকায় বিদেশিরা অবস্থান করছেন তাদের তালিকা ও নিরাপত্তা প্রদান, ভিআইপি ও ভিভিআইপিদের চলাচল সর্বাধিক গুরুত্ব দেয়া, ইতিপূর্বে যেসব জঙ্গি গ্রেফতার হয়েছে এবং যারা ছাড়া পেয়েছে তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ রাখা, পাশাপাশি তালিকাভুক্ত জঙ্গিরা কে কোথায় আছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া।
তিনি আরো বলেন, বৈঠকে গুলশানে ইতালীর নাগরিক হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা ও পুরনো ঢাকার হোসাইনী দালানে গ্রেনেড হামলা, পাবনা ধর্ম যাজকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপ কমিশনার (ডিসি) বলেন, বৈঠকটি মূলত পুলিশ সুপারদের জন্য। কারণ এসব জেলা থেকেই মহানগর পুলিশ বিভিন্ন সময় জঙ্গিদের গ্রেফতার করেছে। তিনি বলেন, পুলিশ প্রধানের নির্দেশ মতে এসব জেলায় জঙ্গি প্রতিরোধে দু’এক দিনের মধ্যে বিশেষ অভিযান শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













