বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি সম্পৃক্ততা পায়নি পুলিশ মালয়েশিয়া ফেরত বাংলাদেশির সঙ্গে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা অথবা জঙ্গি তৎপরতার সঙ্গে মালয়েশিয়া থেকে ফেরত অস্ত্র মামলার আসামি পেয়ার আহম্মদ আকাশের কোনো সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে যে খবরাখবর এসেছে সেগুলো পরবর্তী সময়ে যাচাই করা হবে।

আজ শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জঙ্গিবাদবিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পেয়ার আহম্মদ আকাশ ফেনী জেলার একটি অস্ত্র মামলার আসামি। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। এই রেড নোটিশের আলোকেই তাঁকে ফেরত দেওয়া হয়। হলি আর্টিজান বা জঙ্গিবাদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা এখনো আমরা পাইনি। তবে আন্তর্জাতিক পত্রিকায় এ ধরনের যে খবরাখবর এসেছে, সেগুলো আমরা পরবর্তী সময়ে যাচাই করে দেখব।’

১১ বছর আগে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন আকাশ। পরে তিনি জামিন নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। ফেনীর অস্ত্র মামলায় তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বাকের এক বিবৃতিতে পেয়ার আহম্মদের নাম উল্লেখ না করে বলেন, সন্দেহভাজন বাংলাদেশিকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি ছিল। গত ২ সেপ্টেম্বর তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বুকিত বিনতাং এলাকায় রেস্তোরাঁ চালাতেন। সন্দেহ করা হচ্ছে, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।

গত ৪ সেপ্টেম্বর ঢাকার পুলিশ পেয়ার আহম্মদকে দাগনভূঞা থানায় হস্তান্তর করে। সেখান থেকে তাঁর স্থান হয় ফেনী কারাগারে। ফেনীর জেল সুপার শংকর কুমার পেয়ার আহম্মদের ফেনী কারাগারে থাকার কথা নিশ্চিত করেন।

এর আগে গতকাল শুক্রবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গ্রেপ্তার বাংলাদেশি নিজ দেশের মানুষের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন। তিনি বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করছে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী।

এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ যে ভূমিকা পালন করছে তা তাদের দক্ষতা, দূরদর্শিতা, দেশপ্রেম এবং জবাবদিহিতার উৎকৃষ্ট উদাহরণ। জঙ্গিবাদ মোকাবিলায় অর্জিত সাফল্যকে টেকসই করার জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি সন্ত্রাস দমনে অংশীদারত্বমূলক পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, জনগণকে সম্পৃক্ত করে উদ্বুদ্ধকরণ সভা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে জঙ্গিবাদ দমনে সংলাপ অব্যাহত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

ধর্ষণ, হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচারবিস্তারিত পড়ুন

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত

দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টনবিস্তারিত পড়ুন

‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’

অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে ঢাকার অলিতে-গলিতে মোটরসাইকেল টহলবিস্তারিত পড়ুন

  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
  • রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু বৃহস্পতিবার
  • রোহিঙ্গা শিবিরে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে নিহত ৬৫
  • তারেক রহমান: ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি বিএনপি
  • আইন উপদেষ্টা: শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে
  • বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট শুনতে বিব্রত বিচারপতি
  • ড. ইউনূস: আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না
  • বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
  • এসএসসি পরীক্ষার দিন থেকে কোচিং সেন্টার বন্ধ
  • বন উপদেষ্টা: সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহ করবে সরকার
  • রাজনৈতিক হয়রানিমূলক ৬,২০২টি মামলা প্রত্যাহার হচ্ছে
  • প্রেস উইং: স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবর সত্য নয়