শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি হামলা মামলার বিচার হয়েছে মাত্র একটির

জঙ্গি হামলা মামলার বিচার বা তদন্তের অগ্রগতি হতাশাজনক৷ বিশ্লেষকরা বলছেন, দায়ীদের বিচার না করা পর্যন্ত জঙ্গিদের চাপে ফেলা যাবে না৷ গুলশান হামলার পর নানা চাপে আপাতত চুপচাপ থাকলেও সুযোগ বুঝে হয়ত আবার তারা সক্রিয় হবে৷

২০১৩ সাল থেকে বাংলাদেশে এ পর্যন্ত সাতজন লেখক, প্রকাশক এবং ব্লগার হত্যার ঘটনা ঘটেছে৷ আর হত্যাসহ হামলার ঘটনা ঘটেছে ১০টি৷ এর বাইরে ধর্মীয় ভিন্নমত, ভিন্ন ধর্ম, বিদেশি এবং এলজিবিটি হত্যার ঘটনা ঘটেছে আরো ৬টি৷ এসবের মধ্যে মাত্র একটির বিচারের রায় হয়েছে৷ বাকি ঘটনার তদন্ত বা চার্জশিট পর্যন্তই শেষ৷

২০১৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত হলি আর্টিজানে জঙ্গি হামলাসহ এ ধরনের হামলা বা আক্রমণে নিহত হয়েছেন ৬৭ জন৷ আহত হয়েছেন ১৪৬ জন৷ এসব ঘটনায় দায়ের করা মাত্র তিনটি মামলায় চার্জশিট দেয়া হয়েছে৷ বাকিগুলোর তদন্ত চলছে৷

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দারকে হত্যা করা হয়৷ এই মামলার রায় দিয়েছে আদালত৷ এর আগে ১৩ জানুয়ারি ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলা হয়৷ ওই মামলার চার্জশিট দেয়া হয়েছে৷ আসিফ এখন জার্মানিতে আছেন৷

গত বছরই ঢাকা ও সিলেটে খুন হন চারজন ব্লগার৷ তারা হলেন, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়, অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, মুক্তমনা ব্লগের আরেক ব্লগার, লেখক ও ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাস ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল)৷ এছাড়া অক্টোবরে ঢাকায় অভিজিৎ রায়ের বইয়ের দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে হামলা হয়৷ হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপনকে৷ শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়৷

চলতি বছরের এপ্রিলে ঢাকায় হত্যা করা হয় সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে৷এছাড়া ঢাকায় খুন হয়েছেন ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার৷ রংপুরে হামলায় নিহত হন জাপানি নাগরিক হোসি কুনিও৷ এছাড়া মন্দিরের পুরোহিত, মাজারের খাদেম, ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যার ঘটনাও ঘটেছে। গির্জার পাদ্রিকেও হত্যার চেষ্টা করা হয়েছে৷

পুলিশ এসব হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত বলে দাবি করছে৷ ব্লগারসহ বেশ কয়েকটি হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের আটকের দাবি করছে পুলিশ৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ‘‘ ঢাকায় যে ঘটনাগুলো ঘটেছে তার তদন্তে বেশ অগ্রগতি আছে৷ এরইমধ্যে অভিজিৎ রায় ও প্রকাশক দীপন হত্যা মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ দু’জন এলজিবিটি কর্মী হত্যার ঘটনায়ও আসামি আটক আছে৷ আমরা জড়িতদের চিহ্নিত করতে পেরেছি৷ সবাইকে আইনের আওতায় আনা হবে৷”

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, ‘‘এসব ঘটনায় তদন্তের দীর্ঘসূত্রতা এবং বিচারহীনতা লক্ষ্যণীয়৷ আর এসব কারণে শেষ পর্যন্ত জঙ্গি বা অপরাধীরা অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়৷” তিনি বলেন, ‘‘তদন্তের ক্ষেত্রে এক ধরণের অদক্ষতা এবং অনীহা আমরা দেখতে পাই৷ আর বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ প্রচলিত আইনে বিচার হওয়া৷ এই ধরণের মামলার জন্য আলাদা ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত বিচার করা দরকার৷”

আর মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাবেক নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘‘ব্লগাররা মুক্তমনা, তারা মুক্তচিন্তা করেন৷ তাই তাঁদের লেখায় অনেক ক্ষমতাবান স্বার্থান্বেষী মহলের আঘাত লেগেছে৷ তাই তাঁরাই বিচার প্রক্রিয়া এবং তদন্তকে বাধাগ্রস্ত করছেন৷ তাঁরা হতে পারেন প্রশাসনের, পুলিশের অথবা ক্ষমতা কেন্দ্রের৷ কিন্তু এটা মেনে নেয়া যায় না৷ তাঁদের ওপর ধর্মহীনতার নামে একটি লেবেল চাপিয়ে দিয়ে বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এটা সংবিধান এবং ন্যায়বিচার বিরোধী৷” সূত্র: ডিডব্লিউ

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল