জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে: ফরিদপুরের নবাগত ডিসি
ফরিদপুর জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় চেষ্টা করবেন জানিয়ে নবাগত জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেছেন, যতদিন থাকি চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে। জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমার কাজটিকে ত্বরান্বিত করতে সকল কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতি বিশেষ নজর দিতে জেলার গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, মিন্টু বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম বিকুল, যুগ্মসাধারণ সম্পাদক মফিজুর রহমান শিপন, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মিজানুর রহমান মানিক, হাসানুজ্জামান, হারুন আনসারী রুদ্র, এস এম তরুণ।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব ফরিদপুরের গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ জেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অজনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না।
প্রসঙ্গত, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পান অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন