জন্মদিন উদযাপন নিয়ে উত্তেজিত বেগম কারিনা!
২১ সেপ্টেম্বর ৩৫ বছরে পা রাখতে চলেছেন বলিউডের অন্যতম বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুর। নিজের জন্মদিন উদযাপনকে ঘিরে বেশ উত্তেজিতও তিনি!
জানা গেছে, ২১ সেপ্টেম্বর ৩৫ বছরে পা রাখতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। আর এই দিনটিকে ঘিরে সবকিছু প্রস্তুতও রেখেছেন তিনি, শ্যুটিংয়ের কাজও শেষ আগে ভাগেই শেষ করেছেন। বন্ধু, বান্ধবসহ বলিউডের সহ অভিনেতা-অভিনেত্রীরাও যোগ দিবেন কারিনার জন্মদিনে।
স্বামী সাইফ আলির বাড়ি ‘পতৌদি প্যালেস’-ই উদযাপন করবেন এবারের জন্মদিন। এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছেন কারিনা ও স্বামী সাইফ আলি খান। এছাড়াও বড় বোন কারিশমা কাপুর আছেন কারিনার সাথেই। দু বোন মিলেই মোটামুটি সবকিছু তদারকি করেছেন।
২০ সেপ্টেম্বর কারিনার বড় বোন কারিশমা কাপুর বেশকিছু ছবি নিজের টুইটে পোস্ট করেছেন। এবং বলেছেন যে বেগম কারিনা কাপুর খানের জন্মদিন উদযাপনে প্রস্তুত পতৌদি প্যালেস! এসময় ছবিতে কারিনা ও কারিশমা ছাড়াও সাইফ আলি, অম্রিতা অরোরাকে একসাথে ছবিতে দেখা যায়!
উল্লেখ্য, সম্প্রতি কারিনা কাপুর শেষ করলেন আর বাল্কির আসন্ন ছবি ‘কি এন্ড কা’-এর শ্যুটিং। এই ছবিতে কারিনার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন অর্জুন কাপুর। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন