জাতীয় নির্বাচনের পর প্রথম ‘সমাবেশ’ থেকে কী বার্তা দেবে বিএনপি

জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো সমাবেশ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
এরইমধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ৮টি পিকআপের ওপর প্রস্তুত করা হয়েছে সমাবেশের অস্থায়ী মঞ্চ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
দুপুরে সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত মাইক লাগানো হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার।
সমাবেশস্থলসহ আশপাশ এলাকা ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ। তারা বেশিরভাগই ঢাকা মহানগরের আশপাশের জেলা থেকে এসেছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।
বিএনপি সূত্র বলছে, নয়াপল্টনের সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি রয়েছে। সমাবেশে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগর থেকে নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেবেন।
এদিকে শনিবার পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগও। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে তারা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি থাকবেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে শনিবার ঢাকায় সমাবেশ ছাড়াও আগামী সোমবার (১ জুলাই) সব মহানগর ও বুধবার (৩ জুলাই) সব জেলায় সমাবেশ করবে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন