জাতীয় দলে জায়গা ফিরে পেতে প্রস্তুত শাহরিয়ার নাফিস
শাহরিয়ার নাফিস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬১.৩৩ গড়ে করেছেন ১৮৪ রান। চার ম্যাচে তিন হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৩৩.৩৩। এখন পর্যন্ত অর্ধশতকের আগে শাহরিয়ারকে কোনো বোলার আউটই করতে পারেননি। এক ম্যাচে তার ব্যাটিং করার সুযোগই হয়নি। কেবল ব্যাট হাতে বাইশগজে গিয়ে ১ রানে অপরাজিত ছিলেন। তা না হলে হয়তো চার চারটিই হাফ সেঞ্চুরি হয়ে যেত।
“আমি সব সময় আমার খেলার উন্নতি করার চেষ্টা করি। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করি। আমি বিশ্বাস করি, আমি ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি যেখানে নিজেকে ধরে রাখলে অনেক ওপরে যাব। নিজেকে ধরে রাখতে না পারলে অনেক পিছিয়ে যাব।” – শাহরিয়ার নাফিস
শাহরিয়ার নাফিস যে হঠাৎ করে বিপিএলে ভালো খেলছেন এমন নয়! এর আগে সব শেষ পাঁচ ইনিংস ছিল— ৭৬, ৭২, ৪৮, ৪০* ও ৫১*। প্রথম চার ইনিংস জাতীয় লিগে বরিশাল বিভাগের হয়ে আর শেষেরটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে। প্রিমিয়ার লিগের ১০ ম্যাচে শাহরিয়ার নাফিসের একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে। ৩৮.৮৮ গড়ে করেছেন ৩৫০ রান। জাতীয় লিগে তো তার ব্যাটে ম্যাচে রানের ফোয়ারা। তিন ম্যাচে ৭৮.৬৬ গড়ে করেছেন ২৩৬ রান। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি শাহরিয়ারের। এমনকি নিউজিল্যান্ড ট্যুরের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডেও নেই শাহরিয়ারের নাম। তবে জাতীয় দলে উপেক্ষার জবাবটা ব্যাট হাতেই দিচ্ছেন তিনি।
বিদেশি তারকা তো রয়েছেনই, সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় দলের তারকা ব্যাটসম্যানরাও রয়েছেন তাদের টপকে শাহরিয়ার বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক (১২তম ম্যাচ পর্যন্ত)। দুর্দান্ত ব্যাটিংয়ের রহস্যের কথা বলতে গিয়ে শাহরিয়ার জানান, ‘প্রথমত আল্লাহর রহমত এবং দর্শক ও আপনাদের দোয়া। দ্বিতীয়ত ফাহিম স্যারের সঙ্গে আমি কঠোর পরিশ্রম করেছি। সে কারণেই ভালো করছি।’
টপ অর্ডারে বরিশালের সমাধান হয়ে এসেছেন শাহরিয়ার। প্রথম দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে পরের দুই ম্যাচে তিন নম্বরে পাঠায় দল। টানা দুই ম্যাচে ফিফটি করে দেন আস্থার প্রতিদান। মুশফিক মুগ্ধ শাহরিয়ারের প্রচেষ্টায়, “শাহরিয়ার অসাধারণ খেলেছেন। সেরা চারে যারা থাকবেন তাদের বড় ইনিংস খেলা টি-টোয়েন্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এখানটায় তিনি খুব ভালো করেছেন। এটা আমাদের জন্য ভীষণ ভালো হয়েছে।”
বিপিএলে বরিশাল বুলসের হয়ে শাহরিয়ার নাফিস এবার দুর্দান্ত ফর্মে। শাহরিয়ার জানান, নিজেকে ফিট রেখে কঠোর পরিশ্রম করে যাওয়ার সুফল পাচ্ছেন তিনি, “আমি সব সময় আমার খেলার উন্নতি করার চেষ্টা করি। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করি। আমি বিশ্বাস করি, আমি ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি যেখানে নিজেকে ধরে রাখলে অনেক ওপরে যাব। নিজেকে ধরে রাখতে না পারলে অনেক পিছিয়ে যাব।”
দুই মাস জাতীয় দলের ক্যাম্পে থাকা খুব সাহায্য করেছে শাহরিয়ারকে। বিপিএল শুরুর আগে সাত দিনের একটা ক্যাম্প করেছিল বরিশাল। সেটাও খুব সহায়ক হয়েছে বলে জানান এই বাঁহাতি ব্যাটসম্যান,“চেষ্টা করেছি নিজের খেলাটা আরেকটু নিখুঁত করতে। স্কিল বাড়ানোর চেষ্টা করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্কিল খুব গুরুত্বপূর্ণ। উন্নতি করার চেষ্টা করছি আর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে নাফিসের প্রশংসা করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, “এই মুহূর্তে বিপিএলে সবচেয়ে ভালো ব্যাটিং করছেন উনি। আমার মনে হয়, টি-টোয়েন্টি ফরম্যাটে রান করতে অনেক কাজ করেছেন তিনি এবং সাফল্যও পাচ্ছেন। সত্যি বলতে কী, আমি তার ব্যাটিং খুব উপভোগ করেছি। যে শটগুলো আগে খেলতেন না তেমন অনেক শটই এখন খেলছেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন