জাতীয় সঙ্গীত ভুল গেয়ে বিপাকে সানি
ভারতের ‘প্রো-কবাডি’ লিগে জাতীয় সঙ্গীত গেয়ে বেশ উৎফুল্ল ছিলেন। ঘটা করে টুইটারে ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু, সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাবেক পর্নস্টার সানি লিওনের। কারণ ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে উল্লাস পিআর নামের এক চলচ্চিত্র নির্মাতা বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পেশায় চল্লচিত্র নির্মাতা উল্লাস কয়েকদিন আগেও খবরের শিরোনামে এসেছিলেন একই অভিযোগের সৌজন্যে। সেই সময় তার নিশানায় ছিলেন স্বয়ং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। উল্লাসের অভিযোগ ছিল, টি-২০ ওয়ার্ল্ড কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাতীয় সঙ্গীত গাইতে বেশি সময় নেন বিগ বি এবং ‘সিন্ধ’ শব্দটিকে ‘সিন্ধু’ উচ্চারণ করেন তিনি।
এই ‘সিন্ধ’-এর ভুল উচ্চারণ নিয়েই ফের সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। একই সঙ্গে উল্লাসের অভিযোগ প্রো কবাডি লিগের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুই জন ক্যামেরাম্যান ছবি তোলার জন্য যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিলেন। সানির তরফে অবশ্য এখনও এই অভিযোগের কোন প্রতিক্রিয়া মেলেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন